Thursday, August 21, 2025

সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা শুভেচ্ছা জানিয়েছেন জো বাইডেন কে। কিন্তু আমেরিকা নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে নারাজ দুই দেশ। চিন আগেই জানিয়েছিল, বাইডেনের জয়ী হওয়ার খবর তারা মানছে না। একই সুর এবার শোনা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলাতেও।

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর প্রথমে শুভেচ্ছা জানিয়েছিলেন পুতিন। কিন্তু বাইডেনের ক্ষেত্রে তা হলো না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দমিত্রি পেসকোভ বলেন, ‘‘রাশিয়ার মনে হচ্ছে, এটা শুভেচ্ছা জানানোর সঠিক সময় নয়।’’ এদিকে বাইডেনের জয় মানতে চাইছে না চিন। কোনও শুভেচ্ছা বার্তা দেয়নি বেজিং। সোমবার যখন বিশ্বের সব দেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে বাইডেন ও কমলা হ্যারিসকে, তখনও চিনের দাবি, ফলাফল এখনও বাকি। তাই জয়ের জন্য বাইডেনকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হচ্ছে না। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ত্রুটি ও কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

প্রসঙ্গত, ২৭০-এর ম্যাজিক টপকে আমেরিকায় জয়ী হয়েছেন জো বাইডেন। ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন জো বাইডেন। কিন্তু ব্যতিক্রম রাশিয়া এবং চিন। ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন বার্তা আসার পালা প্রায় শেষ। কিন্তু রাশিয়া এবং চিন সেই সৌজন্য দেখাল না।

আরও পড়ুন:হাইড্রোজেন পার অক্সাইডে শুল্কারোপ : ডব্লিউটিও-তে পাকিস্তানের বিরুদ্ধে ‘নালিশ’ জানাবে এই দেশ

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version