Wednesday, November 12, 2025

‘তেজস্বী ভবঃ বিহার!’ ভাইকে শুভেচ্ছা জানিয়ে সাতসকালে টুইট তেজ প্রতাপের

Date:

এক্সিট পোল আগেই জানিয়ে দিয়েছে এবার বিহারের মসনদে বসতে চলেছেন তেজস্বী যাদব। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বিহার নির্বাচনের ভোট গণনা। সেখানে একেবারে কাঁটায় কাঁটায় টক্কর চলছে মহাগঠবন্ধন ও ইনডিএ-র। যদিও আরজেডির জয়ের বিষয়ে পূর্ণ আশাবাদী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ। তার জেরেই বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াই করা ছোট ভাই তেজস্বীকে টুইটে শুভেচ্ছা জানিয়ে দিলেন তিনি।

মঙ্গলবার বিহারে ভোট গণনা শুরু হতেই একেবারে সময় মেপে ঠিক আটটার সময় একটি টুইট করেন তেজ প্রতাপ। যেখানে তিনি লেখেন, ‘তেজস্বী ভবঃ বিহার!’ পাশাপাশি টুইট করতে দেখা গিয়েছে তেজস্বীর বোন রোহিনি আচার্যকেও। তেজস্বীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বিজয়ী ভব… তেজস্বী ভব বিহার’। অবশ্য শুধু তেজ প্রতাপ ও রোহিনি নন, বিহারের এক্সিট পোল প্রকাশ্যে আসার পর জন্মদিনের সঙ্গে সঙ্গেই হবু মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বীকে শুভেচ্ছা জানিয়ে এসেছে বহু মানুষ। তালিকায় সোশ্যাল মিডিয়ায় অনুগামী থেকে শুরু করে রয়েছেন বহু রাজনৈতিক নেতা ও শুভাকাঙ্খীরা।

আরও পড়ুন:“তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী

উল্লেখ্য, ৯ নভেম্বর অর্থাৎ সোমবার তেজস্বীর জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেজ প্রতাপ বলেছিলেন, ‘ভাইয়ের জন্মদিনের সবচেয়ে বড় উপহার আমি দিয়ে দিয়েছি। তাঁকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছি আমি।’ প্রসঙ্গত, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে রয়েছে ৬৭ আসনে। অন্যদিকে জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩৫ আসনে।

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version