Wednesday, December 17, 2025

‘তেজস্বী ভবঃ বিহার!’ ভাইকে শুভেচ্ছা জানিয়ে সাতসকালে টুইট তেজ প্রতাপের

Date:

Share post:

এক্সিট পোল আগেই জানিয়ে দিয়েছে এবার বিহারের মসনদে বসতে চলেছেন তেজস্বী যাদব। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বিহার নির্বাচনের ভোট গণনা। সেখানে একেবারে কাঁটায় কাঁটায় টক্কর চলছে মহাগঠবন্ধন ও ইনডিএ-র। যদিও আরজেডির জয়ের বিষয়ে পূর্ণ আশাবাদী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ। তার জেরেই বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াই করা ছোট ভাই তেজস্বীকে টুইটে শুভেচ্ছা জানিয়ে দিলেন তিনি।

মঙ্গলবার বিহারে ভোট গণনা শুরু হতেই একেবারে সময় মেপে ঠিক আটটার সময় একটি টুইট করেন তেজ প্রতাপ। যেখানে তিনি লেখেন, ‘তেজস্বী ভবঃ বিহার!’ পাশাপাশি টুইট করতে দেখা গিয়েছে তেজস্বীর বোন রোহিনি আচার্যকেও। তেজস্বীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বিজয়ী ভব… তেজস্বী ভব বিহার’। অবশ্য শুধু তেজ প্রতাপ ও রোহিনি নন, বিহারের এক্সিট পোল প্রকাশ্যে আসার পর জন্মদিনের সঙ্গে সঙ্গেই হবু মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বীকে শুভেচ্ছা জানিয়ে এসেছে বহু মানুষ। তালিকায় সোশ্যাল মিডিয়ায় অনুগামী থেকে শুরু করে রয়েছেন বহু রাজনৈতিক নেতা ও শুভাকাঙ্খীরা।

আরও পড়ুন:“তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী

উল্লেখ্য, ৯ নভেম্বর অর্থাৎ সোমবার তেজস্বীর জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেজ প্রতাপ বলেছিলেন, ‘ভাইয়ের জন্মদিনের সবচেয়ে বড় উপহার আমি দিয়ে দিয়েছি। তাঁকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছি আমি।’ প্রসঙ্গত, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে রয়েছে ৬৭ আসনে। অন্যদিকে জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩৫ আসনে।

spot_img

Related articles

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...