“তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী

“তৃণমূলে ফেরার কথা ভাবিনি, ভাবছিও না।আমার যে ন্যূনতম প্রাসঙ্গিকতা আছে তা তৃণমূলের কলকাতার নেতারা মনে করেন না।”

বিধানসভা ভোটের মুখে ফের দলকে অস্বস্তিতে ফেললেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ৷

নিজের দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী বলেছেন, “যারা আমাকে আজ বিধায়ক পদে ইস্তফা দিতে বলছেন, তাঁরা আগে অন্য দল থেকে এতদিন যারা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের বিধায়ক পদ থেকে ইস্তফার চিঠিগুলো দেখান”৷

বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে মিহিরবাবু বলেছেন, ‘‘অমিত শাহ অনেক ওপরের মানুষ৷ আমার মতো মানুষকে তিনি ডাকলে নিশ্চয়ই কথা বলবো। তবে, আমার মতো ক্ষুদ্র মানুষকে যে তিনি ডাকবেন এটা আশা করি না। জল্পনা বাড়িয়ে লাভ নেই, একমাত্র সময়-ই বলবে আমি বিজেপিতে যাচ্ছি কিনা। তবে যদি ওই দলে যাই কোনও কিছুর বিনিময়ে যাবো না৷ মানুষের কাজের ইচ্ছে নিয়ে আমি আমার সিদ্ধান্ত নেব।’’

একুশের বিধানসভা ভোট আর কয়েক মাস পরই৷ আসন্ন ভোটে বাংলার ক্ষমতা দখলে মরিয়া বিজেপি৷ উত্তরবঙ্গে এমনিতেই বিজেপির সাংগঠনিক শক্তি বেশি। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশাতীত সাফল্য পেয়েছে গেরুয়া-শিবির। তার মধ্যেই উত্তরবঙ্গের এক তৃণমূল বিধায়কের ‘বিদ্রোহ’, অস্বস্তিতে ফেলছে তৃণমূলকে৷

প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরেই দলের প্রতি তোপ দেগে চলেছেন মিহির গোস্বামী। দলের কিছু নেতার আচরণে তিনি মর্মাহত বলে জানিয়েছিলেন। ওদিকে সুযোগ পেয়ে মিহিরবাবুকে দলে টানতে নেমেছে বিজেপি।

আরও পড়ুন:আনন্দ হোক বা হতাশা- প্রকাশে যেন বিশৃঙ্খলা না থাকে: জন্মদিন থেকেই বার্তা তেজস্বীর

 

Previous articleআনন্দ হোক বা হতাশা- প্রকাশে যেন বিশৃঙ্খলা না থাকে: জন্মদিন থেকেই বার্তা তেজস্বীর
Next articleবিহারে ভোট গণনার সর্বশেষ আপডেট