আনন্দ হোক বা হতাশা- প্রকাশে যেন বিশৃঙ্খলা না থাকে: জন্মদিন থেকেই বার্তা তেজস্বীর

ভোট পূর্ব সমীক্ষাকে সত্যি করার দিকে এগোচ্ছে বিহারে নির্বাচনের ফলাফল। অন্তত প্রথম দেড় ঘন্টার ট্রেন্ড সে কথাই বলছে। আর সেটাই যদি ঠিক হয়, তাহলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম সম্ভবত তেজস্বী যাদব। সে কারণেই বোধহয় আনন্দ উদযাপন তুলে রেখেছেন তিনি। কারণ, যেদিন বিহারে নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে তার আগের দিনটি ছিল তেজস্বীর জন্মদিন। কিন্তু কোনও আড়ম্বর করেননি এবার। শুধু তাই নয়, দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যেকোনো পরিস্থিতিতেই সংযত থাকার।

বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্ক রাষ্ট্রীয় জনতা দলের তরুণ নেতা। সোমবার, ৩১ বছরে পা দিলেন তিনি। কোনও ধুমধাম নয়, বরং বাড়িতে পরিবারের সঙ্গে অনাড়ম্বরভাবেই পালন করলেন জন্মদিন। দলের তরফে টুইটারে আগেই জানানো হয়েছিল, তাঁর জন্মদিনে সমর্থকরা যেন বাড়িতে ভিড় না করেন। নেতা অনাড়ম্বরভাবে জন্মদিন পালন করতে চান। সেই কারণেই আরজেডি সমর্থকদের চেনা ভিড় চোখে পড়েনি তাঁর ১০ নম্বর সার্কুলার রোডের বাড়ির বাইরে। দলের শীর্ষনেতৃত্ব সেলিব্রেট করার জন্য কিছুটা অপেক্ষা করতে বলেছেন। আর দলীয় কর্মী-সমর্থকদের তেজস্বীর বার্তা- আনন্দ সংবাদ হোক বা হতাশা— কোনওটারই প্রকাশেই যেন কোনও বিশৃঙ্খলা না থাকে।

সমীক্ষার বিচারে দীর্ঘদিন পরে ক্ষমতায় ফেরায় সম্ভাবনার সামনে অবশ্য চনমনে আরজেডি সমর্থকরা।

তেজস্বীকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জন্মদিনের ছবি শেয়ার করেছেন দিদি তথা সাংসদ মিশা।

আরও পড়ুন:বিহার-গণনা-র শেষ খবর

Previous articleফের বাড়ল সোনার দাম, রুপোর দাম আজ কত?
Next article“তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী