Wednesday, December 24, 2025

নন্দীগ্রামের মঞ্চ থেকে ভোটযুদ্ধের দামামাই বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

Date:

Share post:

মুখে বললেন বটে এই পবিত্র মঞ্চ থেকে রাজনীতির কথা কিছু বলবেন না, কিন্তু যা ইঙ্গিত দিলেন তাতে স্পষ্ট যে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে বললেন, দেখা হবে ভোটের ময়দানে। এরপর তিনি বলেন, “ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে এই মঞ্চ পবিত্র। এখান থেকে রাজনীতির কথা বলব না। তবে, আমার চলার পথে কোথায় খানাখন্দ, কোথায় মসৃণ বলব রাজনীতির মঞ্চে”। রাজনীতির ময়দানে দেখাও হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

নন্দীগ্রাম আন্দোলনের শহিদদের স্মরণ করার পরেই সেই সময় আন্দোলনে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী। নাম নেন মহাশ্বেতা দেবী শঙ্খ ঘোষ, শুভাপ্রসন্ন থেকে শুরু করে পল্লব কীর্তনীয়া; এমনকী অর্পিতা ঘোষেরও। শুধু একবারের জন্য নাম করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শুধু তাই নয়, নাতিদীর্ঘ বক্তৃতার শেষে উল্লেখযোগ্যভাবে ‘জয় বাংলা’র পাশাপাশি বললেন “ভারতমাতা জিন্দাবাদ”।

এদিন নন্দীগ্রামের গোকুলপুরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারীও। সেখানে নিজের ভাষণে সরাসরি নাম না করে শাসকদলের মঙ্গলবারের সভাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “ভালো লাগছে তেরো বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে”। একই সঙ্গে প্রশ্ন তোলেন, “ভোটের আগে এলে ভোটের পরেও আসতে হবে, পারবেন তো?”

শুভেন্দু অধিকারী বলেন, বিইউপিসি-র ব্যানারে এই ধরনের সভা হবে নন্দীগ্রাম জুড়েই। তবে, এই মঞ্চ থেকে রাজনীতির কথা বলবেন না বলে ভাষণে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। সুতরাং রাজ্য রাজনীতি এদিন তাঁর দলবদলের ঘোষণা নিয়ে যে জল্পনা ছিল তা আপাতত জল্পনার পর্যায়েই রইল। তবে তিনি যে ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন একথা বলছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানালেন মমতা-অভিষেক

spot_img

Related articles

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...