Monday, November 10, 2025

এলাকায় ঘুরছে করোনা আক্রান্ত, পিটিয়ে খুন প্রতিবাদী বিজেপি কর্মীকে!

Date:

এলাকায় ঘুরে বেড়াচ্ছেন করোনা আক্রান্ত ব্যক্তি। প্রতিবাদ করায় পিটিয়ে খুন করা হল এক বিজেপি নেতাকে। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানার গাজিপুরে। মৃত বিজেপি কর্মী গোকুল জানা (৬২)। তিনি ১৭৭ নম্বর বুথে বিজেপির সম্পাদক। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন তিনি।

আরও পড়ুন : দিলীপকে কালোপতাকা, কনভয়ে হামলায় ভাঙল গাড়ির কাচ

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী টিঙ্কু পাল, দুজনেই করোনা আক্রান্ত। আইসোলেশনে থাকার পরিবর্তে, ওই পঞ্চয়েত সদস্যার স্বামী, দিব্য এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, গ্রামের নলকূপ থেকে তিনি জল নিয়ে গিয়েছেন। এই অভিযোগ নিয়ে এলাকার আশা কর্মী মিনতি জানার বাড়িতে গিয়েছিলেন বিজেপি কর্মী গোকুল জানা। সেখানেই আশা কর্মীর স্বামী শঙ্কর জানা, পাল্টা আঘাত করেন বিজেপি কর্মী গোকুল বাবুকে। এছাড়াও এই হামলায় জড়িত করোনা আক্রান্ত টিঙ্কু পাল ও তার দলবল।

অভিযোগ, বৃদ্ধ গোকুল বাবুকে রাস্তায় ফেলে পরটর কিল, চড়, ঘুষি মারা হয়। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার অভিযোগও উঠেছে। বুধবার রাতে পরিবারের তরফে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকে।

আরও পড়ুন : কয়লার টেন্ডার নিয়ে গোলমাল! অন্ডালে শুটআউটে মৃত্যু হল তৃণমূল কর্মীর

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ, ভগবানপুর দুই ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের গুণ্ডামি বেড়ে গিয়েছে। অবিলম্বে এব্যাপারে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও বিজেপির তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করেছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version