Wednesday, November 5, 2025

আশা ছিল মধ্যপ্রদেশের উপনির্বাচনে জিতবেন তিনি। কিন্তু শেষমেশ হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী ইমারতি দেবী। কিন্তু হেরে গিয়েও খুশি বিজেপি নেত্রী। কারণ নিজের জয়ের থেকেও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এর পরাজয়। মধ্যপ্রদেশের উপনির্বাচনে ধরাশায়ী কমল নাথ শিবির। তাতেই আনন্দে আত্মহারা ইমারতি দেবী।

বিজেপি প্রার্থীকে ‘আইটেম ‘ বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা কমল নাথ। তাতেই বিতর্কে মুখে পড়েছিলেন। ১৮ অক্টোবর এক জনসভায় নিজের বক্তব্য বিতর্কিত মন্তব্য করেন কমল নাথ। সেই জল গড়ায় আদালত পর্যন্ত। মঙ্গলবার উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর দেখা গিয়েছিল ডাবরা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর থেকে বেশ এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী ইমারতি। কিন্তু প্রতিদ্বন্দ্বি সুরেশ রাজের সঙ্গে লড়াইয়ে তিনি হেরে যান ৭ হাজার ৬৩৩ ভোটে।

রাজ্যের উপনির্বাচনে ২৮টি আসনের মধ্যে ১৯ টিতে জয়ী হয়েছে বিজেপি। তবে এই পরাজয় নিয়ে মোটেই আক্ষেপ নেই ইমারতি দেবী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাঁর কাছে নিজের থেকেও বেশি কাম্য ছিল কমল নাথ এবং তাঁর দলের পরাজয়। তাঁর বক্তব্য, ” আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, আমি আমি জয়ী হই বা না হই কমল নাথের মুখ যেন পোড়ে। সেটাই কিন্তু হয়েছে। তাই আমি এত খুশি।”

আরও পড়ুন:তৃতীয় দল হলেও নীতীশ কেন মুখ্যমন্ত্রী? পিছনে বিজেপির আশঙ্কা

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version