Sunday, August 24, 2025

যত মারবে তত বাড়বে। ২৪ ঘন্টার মধ্যে স্লোগান পরিবর্তন করলেন দিলীপ ঘোষ। কালচিনিতে এসে জনসভায় বিজেপি রাজ্য সভাপতি বললেন, আমাদের ভয় পেয়েছে, তবেই না আক্রমণ করছে। আমি বেশ মজা পাচ্ছি। ছোটবেলায় ক্রিকেট খেলায় আউট হয়ে গেলেই যার ব্যাট উইকেট সে সব ভেঙে দিত। কিছুতেই আউট করা যাবে না। এ রাজ্যেও তাই। বিরোধীরা কিছু করলেই হয় পুলিশ, নয় ক্যাডার হামলা। এখন রাজ্যে এসব খেলাই চলছে।

এদিন ভূটানের সীমান্ত জয়গাঁওতে আসার সময় বিজেপি রাজ্য সভাপতির কনভয়ে ঢিল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। মোর্চা সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিল। ‘গো ব্যাক’ ধ্বনি দিচ্ছিল। তার মাঝেই এই ঘটনা। দিলীপ বলেন, বলা হচ্ছে মোর্চা। কিন্তু কারা হামলা করেছে সবাই জানে। তৃণমূল-তৃণমূল। ভয় পেলেই মানুষ এসব করে। একটা গাড়ির কাচ ভেঙেছে। আরও ভাঙত। সোভাগ্য কারওর লাগেনি। কিন্তু ঢিল ছুড়ে গাড়ির কাচ ভাঙা যায়, মানুষের ভাঙা মন জোড়া যায়! তৃণমূলের এবার শেষ সময়। কেন্দ্র একের পর এক প্রকল্পে টাকা দিচ্ছে। রাজ্য তা ব্যবহার করছে না। কৃষক, মধ্যবিত্ত, গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন। এই সরকার না সরালে এই অনাচার বন্ধ হবে না।

এদিন পুলিশের তরফ থেকে বলা হয়, র‍্যালি করার অনুমতি ছিল না বিজেপির। তাই কনভয় এক সময় আটকানোর চেষ্টা হয়। তৃণমূল অবশ্য এই হামলার পরিপ্রেক্ষিতে বলেছে, বিজেপি এখন সব কিছুতেই তৃণমূলের ভূত দেখছে। বিগত কয়েক বছর পাহাড় এবং উত্তরবঙ্গের মানুষকে অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, কিন্তু একটাও পালন করেনি। তারই প্রতিক্রিয়া ঘটলেও ঘটে থাকতে পারে।

আরও পড়ুন- দেওয়ালি বাম্পার: ব্যাঙ্ককর্মীদের ১৫ শতাংশ বেতন বাড়ল

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version