বাড়ি বাড়ি গিয়ে বাজি না পোড়ানোর আর্জি করোনা কালীর

পথে হঠাৎ করে দেখা হয়ে গেল কালী ঠাকুরের। তিনি বোঝালেন করোনার সময়ে বাজি নয়। এই কালী-শিব অর্থাৎ বহুরূপীরা লকডাউন পরিস্থিতিতে না খেতে পেয়ে কার্যত মরতে বসেছেন। কালী পুজোয় সেরকমই এক বহুরূপী কাজ পেয়েছেন জীবন্ত কালী সাজার। হাতে করোনার আদলে কাটা মুন্ডু।

আরও পড়ুন:অবশেষে আমফানের ক্ষতিপূরণের জন্য বাংলাকে অর্থ সাহায্য কেন্দ্রের

বাগুইহাটি যুবক সংঘের অভিনব উদ্যোগ। জীবন্ত কালী বাড়ি বাড়ি যাচ্ছেন করোনা সচেতনতার বার্তা নিয়ে। বার্তা বাজি না ফাটানোর। ক্লাবের পক্ষ থেকে তাদের সচেতনতার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর বহুরূপী পেয়েছেন কাজ।