Wednesday, August 27, 2025

বাজি বন্ধে অত্যন্ত কড়া নজর প্রশাসনের। আর সেই কারণেই আদালতের নির্দেশ না মেনে বাজি বিক্রি করলে বা পোড়ালে বিস্ফোরক আইনের আওতায় পড়বেন বিক্রেতা ও ক্রেতা উভয়েই। এতে তিন বছর পর্যন্ত হাজতবাস এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে। কোভিড পরিস্থিতিতে দূষণ রোধে এভাবেই কড়া হচ্ছে কলকাতা পুলিশ।

তবে, লালবাজার সূত্রে খবর, এই ধারা প্রয়োগ নতুন নয়। অন্যান্যবার কালীপুজোর দুদিন নিষিদ্ধ শব্দবাজি ফাটালে ওই আইনে মামলা হত। এবছর যেকোনও বাজি কেনাবেচা করলেও ওই ধারায় মামলা দায়ের হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, বিক্রেতারা কোনও ধরনের বাজিই বিক্রি করতে পারবেন না। কেউ বাজি কিনলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজি বিক্রি বা ফাটানোর রুখতে হেল্পলাইন নম্বর চালু করেছে লালবাজার। সেই নম্বরে এই বিষয়ে অভিযোগ জানানো যাবে।

লালবাজার সূত্রে খবর, বুধবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিস্ফোরক আইনে ২৮টি মামলা রুজু হয়েছে। ৫০০০ কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৩০ জন গ্রেফতার হয়েছেন।

শুক্রবারও শহরের বাজার, জনবসতি এলাকায় বাজির বিরুদ্ধে মাইকে প্রচার চালানো হয়েছে৷ কালীপুজোর রাতে নজর থাকবে বহুতলে। আবাসনের ভিতরে বাজি পোড়ালে সংশ্লিষ্ট কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের মতে, শনি এবং রবিবার দুটি পরীক্ষা- এক: বাজি ঠেকিয়ে আদালতের রায়কে মান্যতা দেওয়া, দুই: মণ্ডপের বাইরের ভিড় ঠেকানো। দুর্গাপুজোর উদাহরণকে সামনে রেখে কালীপুজোও তারা সফলভাবে উতরে দিতে পারবে বলে আশাবাদী কলকাতা পুলিশ।

আরও পড়ুন-সচেতনতার বার্তা দিয়ে রাজ্যবাসীকে কালীপুজো-দীপাবলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version