Thursday, August 28, 2025

মিরাকেলের দিকে তাকিয়ে চিকিৎসকরা, সৌমিত্রর জন্য প্রার্থনার আর্জি বেলভিউ ক্লিনিকের

Date:

গভীর সঙ্কটে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হল। আজ, শনিবার বিকেল সাড়ে চারটের সময় অডিও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে ডা. অরিন্দম কর যা বার্তা দিলেন তাতে চিকিৎসকরা দীর্ঘ ৪০দিন লড়াইয়ের পর কার্যত হার স্বীকার বলাই চলে।

ডাক্তার কর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টা ধরে সৌমিত্রবাবুর অবস্থা অত্যন্ত সঙ্কটজনকই রয়েছে। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকলও হতে শুরু করেছে ৮৫ বছর বয়সী অভিনেতার। দেওয়া হয়েছে একাধিক লাইফ সাপোর্ট। ডা. করের কথায়, কোনও মিরাকল ছাড়া সৌমিত্রবাবুর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। বেলভিউ ক্লিনিকের পক্ষ থেকে প্রিয় অভিনেতার জন্য সকলকে প্রার্থনার আর্জি জানান।

হাসপাতাল সূত্রে খবর, ব্রেন ডেথের পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার থেকে মস্তিষ্কের স্নায়ু কোনওভাবেই সাড়া দিচ্ছে না। EEG করে মস্তিষ্কের স্নায়ুর যে রিপোর্ট এসেছে তা অত্যন্ত খারাপ। মেডিকেল বোর্ডের দাবি অনুযায়ী, মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক গ্লাসগো কোমা স্কেল অনযায়ী ৫। চিকিৎসা বিজ্ঞানে এই সূচক তিনের কাছাকাছি পৌঁছলে ব্রেন ডেথ ঘোষণা করা হয়।

আরও পড়ুন:নির্বাচন হারলেও ‘ট্রাম্প-২’ শাসনকালের পরিকল্পনা শুরু করেছে হোয়াইট হাউস: রিপোর্ট

কোনও কোনও চিকিৎসকরে মতে , ‘মাল্টিঅরগান ফেলিওরের পরিস্থিতি’। হার্ট, লিভার এবং কিডনি এই মুহূর্তে চিকিৎসকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনওটাই ঠিকভাবে কাজ করছে না। রক্তের উপাদানগুলির দ্রুত বাড়া কমার পরিস্থিতি অত্যন্ত জটিল করে তুলছে। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছে। পরিস্থিতি অত্যন্ত সংঙ্কটজনক।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এরপর ৬ অক্টোবর বেলভিউ ক্লিনিকে ভর্তি হন তিনি। ৭ অক্টোবর থেকে ছিলেন ITU-তে। কয়েকদিন পরে ভেন্টিলেশনে। গত কয়েকদিন একদিন ডায়ালিসিস একদিন প্লাসমাফেরেসিস করা হচ্ছে। কিন্তু কোনও ফল মিলছে না। রাজ্য সরকার ও স্বাস্থ্য ভবনকে ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতি জানানো হয়েছে বলে খবর বেলভিউ সূত্রে।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version