Wednesday, May 7, 2025

নির্বাচন হারলেও ‘ট্রাম্প-২’ শাসনকালের পরিকল্পনা শুরু করেছে হোয়াইট হাউস: রিপোর্ট

Date:

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে মুখ পুড়েছে ডোনাল্ড ট্রাম্পের। যদিও এই হার মেনে নিতে নারাজ বিদায়ী রাষ্ট্রপতি। এরই মাঝে খবর পাওয়া গেল হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালের পরিকল্পনা শুরু করেছেন। শুক্রবার হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক এই তথ্য প্রকাশ্যে এনেছেন। ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক পরামর্শদাতা পিটার নাবারো ‘ফক্স বিজনেস নেটওয়ার্ক’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দ্বিতীয় দফায় আমেরিকার শাসনভার সামলাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা হোয়াইট হাউসে এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছি।’

এদিকে ডোনাল্ড ট্রাম্পও অনড়। রাষ্ট্রপতি নির্বাচনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিজের হার স্বীকার করেননি ট্রাম্প। যদিও নির্বাচনে এটা স্পষ্ট জো বাইডেনের কাছে ধরাশায়ী হয়েছেন আমেরিকার বিদায় রাষ্ট্রপতি। ট্রাম্পের তরফে ইতিমধ্যেই জো বাইডেনের জয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত নির্বাচনে ত্রুটি সংক্রান্ত কোনও প্রমাণ প্রকাশ্যে আনতে দেখা যায়নি ট্রাম্পকে। আরো বড় বিষয় নির্বাচনের পর একাধিকবার প্রকাশ্যে এলেও এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। এ প্রসঙ্গে নাবারো আরও জানান, ‘আমরা চাই ব্যালট পেপার গুলি পুনরায় যাচাই করা হোক। কারণ ব্যালট পেপারে সই জালিয়াতির ঘটনা ব্যাপকভাবে নজরে এসেছে।’

আরও পড়ুন:আয়ুর্বেদের গবেষণায় গ্লোবাল সেন্টার ভারতে, উচ্ছ্বসিত মোদি

তবে প্রশ্ন উঠছে আইনি পদক্ষেপের মাধ্যমে নির্বাচন জিততে পারেন ট্রাম্প? বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের কাছে একটাই উপায়। ডোনাল্ড ট্রাম্প যদি ফেডারেল কোর্ট থেকে এই রায় পেতে পারেন যে, নির্বাচনের দিনের (৩ নভেম্বর) পর আসা সকল পোস্টাল ব্যালটকে বাতিল ঘোষিত করা। মূলত করোনা আবহে অনেক রাজ্যই পোস্টাল ব্যালট এসে পৌঁছানোর দিনের মেয়াদ বাড়ায়। তাহলেই একটা ক্ষীণ আসা থেকে যাবে ট্রাম্পের জন্য। যদিও বিশেষজ্ঞদের দাবি, আইনী লড়াইয়ে গেলেও ট্রাম্পের জেতার সম্ভাবনা অত্যন্ত কম। এদিকে আবার গোটা বিশ্ব আমেরিকার হবু রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে।

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...
Exit mobile version