Thursday, May 8, 2025

নির্বাচন হারলেও ‘ট্রাম্প-২’ শাসনকালের পরিকল্পনা শুরু করেছে হোয়াইট হাউস: রিপোর্ট

Date:

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে মুখ পুড়েছে ডোনাল্ড ট্রাম্পের। যদিও এই হার মেনে নিতে নারাজ বিদায়ী রাষ্ট্রপতি। এরই মাঝে খবর পাওয়া গেল হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালের পরিকল্পনা শুরু করেছেন। শুক্রবার হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক এই তথ্য প্রকাশ্যে এনেছেন। ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক পরামর্শদাতা পিটার নাবারো ‘ফক্স বিজনেস নেটওয়ার্ক’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দ্বিতীয় দফায় আমেরিকার শাসনভার সামলাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা হোয়াইট হাউসে এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছি।’

এদিকে ডোনাল্ড ট্রাম্পও অনড়। রাষ্ট্রপতি নির্বাচনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিজের হার স্বীকার করেননি ট্রাম্প। যদিও নির্বাচনে এটা স্পষ্ট জো বাইডেনের কাছে ধরাশায়ী হয়েছেন আমেরিকার বিদায় রাষ্ট্রপতি। ট্রাম্পের তরফে ইতিমধ্যেই জো বাইডেনের জয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত নির্বাচনে ত্রুটি সংক্রান্ত কোনও প্রমাণ প্রকাশ্যে আনতে দেখা যায়নি ট্রাম্পকে। আরো বড় বিষয় নির্বাচনের পর একাধিকবার প্রকাশ্যে এলেও এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। এ প্রসঙ্গে নাবারো আরও জানান, ‘আমরা চাই ব্যালট পেপার গুলি পুনরায় যাচাই করা হোক। কারণ ব্যালট পেপারে সই জালিয়াতির ঘটনা ব্যাপকভাবে নজরে এসেছে।’

আরও পড়ুন:আয়ুর্বেদের গবেষণায় গ্লোবাল সেন্টার ভারতে, উচ্ছ্বসিত মোদি

তবে প্রশ্ন উঠছে আইনি পদক্ষেপের মাধ্যমে নির্বাচন জিততে পারেন ট্রাম্প? বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের কাছে একটাই উপায়। ডোনাল্ড ট্রাম্প যদি ফেডারেল কোর্ট থেকে এই রায় পেতে পারেন যে, নির্বাচনের দিনের (৩ নভেম্বর) পর আসা সকল পোস্টাল ব্যালটকে বাতিল ঘোষিত করা। মূলত করোনা আবহে অনেক রাজ্যই পোস্টাল ব্যালট এসে পৌঁছানোর দিনের মেয়াদ বাড়ায়। তাহলেই একটা ক্ষীণ আসা থেকে যাবে ট্রাম্পের জন্য। যদিও বিশেষজ্ঞদের দাবি, আইনী লড়াইয়ে গেলেও ট্রাম্পের জেতার সম্ভাবনা অত্যন্ত কম। এদিকে আবার গোটা বিশ্ব আমেরিকার হবু রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version