Saturday, December 20, 2025

কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুশীল, বিহার মন্ত্রিসভায় নয়া ডেপুটি পাচ্ছেন নীতীশ

Date:

Share post:

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহারে ক্ষমতার রাস উঠেছে এনডিএর হাতে। রাজ্যের শাসন ভার সামলাতে রবিবার এ নিয়ে দীর্ঘ বৈঠকের পর সর্বসম্মতিতে বিহার এনডিএর বিধায়ক দলের নেতা বেছে নেওয়া হয়েছে নীতীশ কুমারকে। তবে ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার আর বিহারের উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন না বিজেপি নেতা সুশীল কুমার মোদী। পরিবর্তে এবার নীতীশের ডেপুটি হতে পারেন তারকিশোর প্রসাদ। তবে রাজ্যের দায়িত্বে না থাকলেও কেন্দ্রে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন সুশীলকুমার মোদি। জানা গিয়েছে, কেন্দ্রের কোনও একটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে সুশীলকে।

রবিবার এনডিএর বৈঠকে বিধায়ক মন্ডলীর প্রধান হিসেবে নীতীশ কুমারকে বেছে নেওয়ার পর বিহারে সরকার বানানোর দাবি জানিয়ে এদিনই রাজভবনে পৌঁছন নীতীশ। পরে সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার বিকেল সাড়ে চারটের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নীতীশ কুমার। উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজেপি নেতা তারকিশোর। যদিও এ বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। তবে উপ মুখ্যমন্ত্রী পদ থেকে সুশীলকুমার মোদিকে সরানো হলেও কেন্দ্রে তাঁকে কোন দপ্তরের মন্ত্রিত্ব দেওয়া হবে সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য এখনও আসেনি। যদিও বিহার বিজেপি অনুগামীদের আশা কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে বসানো হবে সুশীলকে।

আরও পড়ুন:নিয়ন্ত্রণরেখায় ন্যক্কারজনক হামলা পাকিস্তানের, পাক কূটনীতিকদের ডেকে পাঠাল ভারত

পাশাপাশি আরও একটি জল্পনা এদিন বেশ চড়েছে। বিহার নির্বাচনে ৭৪ আসন পেয়েছে বিজেপি। ৪৩ আসন জেডিইউর। চারজন করে বিধায়ক রয়েছে সহযোগী দল হাম ও বিআইপির। এহেন অবস্থায় বিহার রাজ্যে মন্ত্রী পদ সবচেয়ে বেশি পেতে চলেছে কোন দল তা নিয়ে জল্পনা বাড়ছে। বিজেপি নাকি জেডিইউ কারা বেশি মন্ত্রী পদ পাবে। তা নিয়ে যথেষ্ট গুঞ্জন তৈরি হয়েছে বিহার রাজনীতিতে। অন্যদিকে ইতিমধ্যেই এই সরকার গঠনের উদ্যোগকে কটাক্ষ করে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসলেও আদতে ‘রিমোট কন্ট্রোল’ মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার।

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাসনে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...