Sunday, May 4, 2025

অরাজনৈতিক সভা, রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ‘দাদার অনুগামীদে’র পোস্টার, নন্দীগ্রাম দিবসে পতাকা ছাড়া অনুষ্ঠান- এসব তো ছিলই, এবার শুভেন্দু অধিকারীর জন্য আলাদা নিরাপত্তা দল গড়ে তুললেন তাঁর অনুগামীরা। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু। সেই মতোই তাঁর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে ইদানিং জঙ্গলমহলে তাঁর নিরাপত্তায় আলাদা দল গঠন করছেন ‘দাদার অনুগামীরা’।

কালীপুজোর উদ্বোধনে শনিবার ঝাড়গ্রামের বিনপুর ও গোপীবল্লভপুরে গিয়েছিলেন শুভেন্দু। ওই দিনই নজরে আসে তাঁকে ঘিরে ৮০ জন তরুণের ‘নিরাপত্তা বলয়’। তাঁদের পরনে শুভেন্দুর ছবি দেওয়া টি-শার্ট।এখন থেকে ঝাড়গ্রামের যেখানেই শুভেন্দু যাবেন, সেখানে এবং যাত্রাপথে নজরদারি চালাবেন ওই নিরাপত্তা দলের সদস্যরা। মন্ত্রীর কনভয়ের সঙ্গে আলাদা একাধিক গাড়িতে থাকবে এই ‘নিরাপত্তা-দল’। গাড়ি থেকে নেতা নামার পরেই দলের সদস্যরা হাতে হাত ধরে সুরক্ষা বলয় তৈরি করবেন।

শনিবার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান দুটিতে আগাগোড়া ১২টি গাড়িতে ছিলেন দলের সদস্যরা ছিলেন। মন্ত্রী মঞ্চে থাকাকালীন একাংশ ছিলেন মঞ্চে, বাকিরা নীচে এবং চারপাশে। তবে এ বিষয়ে মন্তব্য করতে চাননি জেলা পুলিশের আধিকারিকেরা।

‘জেড প্লাস’ বা তার সমতুল্য নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই রয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম। মাওবাদী প্রভাবিত এলাকায় শুভেন্দুর জন্য বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করেছিল স্বরাষ্ট্র দফতর, যদিও তিনি সেটা নেননি। এখন ঝাড়গ্রামে গেলে তাঁর পাইলট কারের পিছনে থাকে আরও তিনটি পুলিশের গাড়ি ও অতিরিক্ত একটি গাড়ি। ভিভিআইপি হিসেবে শুভেন্দু অধিকারী যে থানা এলাকা দিয়ে যান, সেখানকার টহলদারি গাড়িও পাইলট কারের আগে থাকে।

সম্প্রতি শুভেন্দু-ঘনিষ্ঠ মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন, নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের ও মেঘনাদ পালের নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। এই আবহে শুভেন্দুর জন্য অনুগামীদের আলাদা ‘নিরাপত্তা-দল’ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:আন্দোলনের রূপরেখা তৈরি করতে কাল অধীর-বিমানদের বৈঠক

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version