Thursday, August 21, 2025

উৎসবের মরশুম প্রায় শেষ পর্যায়ে। এরই মাঝে
একুশের নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে বেশ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তাতে জোর দিচ্ছেন বঙ্গ বিজেপি ।
ভাইফোঁটাকে সামনে রেখে সোমবার আনন্দ-উৎসবে মেতে উঠলেন বিজেপির নেতা নেত্রীরা। রাজ্য বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে হেস্টিংসে বিজেপি দফতরে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে ভাইফোঁটা দেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। জয়প্রকাশ মজুমদার সহ একাধিক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।ভাইফোঁটায় দিলীপ ঘোষকে উপহারও দেন অগ্নিমিত্রা। ভাইফোঁটা দিয়ে তিনি দিলীপ ঘোষের দীর্ঘ আয়ু এবং সাফল্য কামনা করেন।
কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল মহিলা মোর্চা। সে কারণে তুলনামূলকভাবে ভিড় অনেকটা কমই ছিল।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে । মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে ।
যে লড়াইয়ের জন্য আমরা তৈরি হয়েছি তা যাতে সফল হয়, আজকের দিনে ভগবানের কাছে সেই প্রার্থনা করেছি।
এদিন ফের শাসকদলের সমালোচনা করে তিনি বলেন, তৃণমূলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে । তাই ওরা এত হিংস্র হয়ে উঠছে। আমরা মানুষের কাছে আবেদন রেখেছি যে হিংসা যাতে না ছড়ায় । কেন্দ্রের ওপর আমাদের ভরসা আছে। মানুষ যাতে আগামী বিধানসভা নির্বাচনে সুষ্ঠ ভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করবে কেন্দ্র ।
প্রসঙ্গত, আজই শহরে আসছেন কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাতে আসছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় । আগামীকাল আসবেন সর্বভারতীয় সম্পাদক বিল সন্তোষ ।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version