Tuesday, November 4, 2025

আদালতে জোর ধাক্কা, অতঃপর ট্রাম্পকে জয়ী ঘোষণার দাবিতে পথে নামল সর্মথকরা

Date:

রাষ্ট্রপতি নির্বাচনে মুখ পুড়লেও হার মানেনি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন তিনি। তবে সেখানেও লাভ বিশেষ হলো না। শেষ ভরসার জায়গাও ভেঙে গেল ডোনাল্ড ট্রাম্পের। আইনি প্রক্রিয়ায় ধাক্কা খেতে হল রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও মিশিগানের আদালতে ভোটে কারচুপির অভিযোগে রিপাবলিকানদের করা মামলা খারিজ হয়ে গিয়েছে আদালতে। এরপরই অন্যপথে হোয়াইট হাউসের দখল নিতে তৈরি হলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট। সব চেষ্টা ব্যর্থ বুঝে এবার রাস্তায় নামানো হলো হাজার হাজার রিপাবলিকান সমর্থককে।

জানা গেছে, শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক, মিশিগান সহ আমেরিকার বহু শহরে ট্রাম্পের সমর্থনে হাজার হাজার রিপাবলিকান সমর্থক রাস্তায় নেমে পড়েন। নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন তারা। কারও মুখে শোনা যায় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। হোয়াইট হাউস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এক বিশাল মিছিল বের হয় ট্রাম্পের সমর্থনে। এই মিছিলে আকস্মিক ভাবে যোগ দেন খোদ ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে পাল্টা দিয়ে সন্ধ্যায় রাস্তায় নামতে দেখা যায় বাইডেন সমর্থকদের। মিছিলকে কেন্দ্র করে একাধিক জায়গায় বাইডেন ও ট্রাম্প সমর্থকদের মধ্যে অশান্তিও চোখে পড়ে।

আরও পড়ুন:এবার ‘দাদা’র জন্য অনুগামীদের পৃথক নিরাপত্তা দল

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এটা বেশ স্পষ্ট হয়ে গিয়েছে জো বাইডেন হচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি। বিশ্বের প্রায় সমস্ত দেশ হবু রাষ্ট্রপতিকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। যদিও এই তালিকায় এখনো বাদ রয়েছে চিন-রাশিয়ার মত অল্প কিছু দেশ। তবে নিজের হার শুরু থেকেই একবারের জন্যও স্বীকার করেননি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভোটে কারচুপির অভিযোগ তুলে আইনে রাস্তায় হাঁটেন তিনি। তবে তাঁর সে দাবি খারিজ হয়ে যায় আদালতে। এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের ধারণা সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার সমর্থকদের রাস্তায় নামিয়ে খেলা ঘোরাতে উদ্যোগী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version