আজ না হলে আগামীকাল বুধবার চোখ রাখুন আকাশে। আকাশে হতে চলেছে লিওনিড উল্কাবৃষ্টি। অবাক হচ্ছেন? এবছর এমাসের ছয় তারিখ থেকেই আকাশে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে উল্কাবৃষ্টি। আগামী ৩০ তারিখ পর্যন্ত এমনই চলবে।বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, টেম্পল–টাটল্ ধুমকেতুর লেজের ধ্বংসাবশেষই হল লিওনিড উল্কা। প্রতি ৩৩ বছর আগে টেম্পল–টাটল্ ধুমকেতুর সূর্যকে প্রদক্ষিণ করতো। লিওনিড উল্কার ধরন অত্যন্ত উজ্জ্বল। গতি সেকেন্ড প্রতি ৭১ কিলোমিটার, যা তাদের সবচেয়ে দ্রুতগতি উল্কার স্থান দিয়েছে।
ফলে প্রতি ঘণ্টায় মানুষরা ১০–১৫টি উল্কা