Monday, August 25, 2025

মজবুত হোক ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাইডেনের সঙ্গে ফোনে কথা মোদির

Date:

বারাক ওবামা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালোর পথে। তবে ট্রাম্পের শাসন কাল চলে যাওয়ার পর মোদী জমানায় ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন হবে তা নিয়ে একটা জল্পনা ছিলই। এসব কিছুর মাঝেই এবার আমেরিকার হবু প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, গত মঙ্গলবার বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।হবু প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর পাশাপাশি আমেরিকা-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে দীর্ঘক্ষন কথা হয় দুই রাষ্ট্রনায়কের। শুধু তাই নয় আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানান মোদি। এদিন এ প্রসঙ্গে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। ওনাকে শুভেচ্ছা জানিয়েছি। ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও দীর্ঘক্ষন কথা হয়। করোনা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের মতো একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে বাইডেনের সঙ্গে।’

আরও পড়ুন:ভ্যাকসিনের জন্যই চাঙ্গা শেয়ারবাজার? ফের নয়া রেকর্ড সেনসেক্স-নিফটি’র

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে হেরে গেলেও হার স্বীকার করতে রাজি ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আইনি প্রক্রিয়ায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। তবে আদালতে খারিজ হয়ে যায় সে মামলা। অতঃপর কোনও উপায় না দেখে সম্প্রতি নিজের হার স্বীকার করে নেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কবে নির্বাচনে কারচুপির অভিযোগ থেকে এখনও সরেননি তিনি।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version