Monday, August 25, 2025

মিলবে ১০ লক্ষ চাকরি, আত্মনির্ভর রোজগার যোজনায় দাবি কেন্দ্রের

Date:

দীর্ঘ লকডাউন পর্বে দেশের অর্থনীতিকে শক্ত পায়ে দাঁড় করাতে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দাবি করা হচ্ছে, অর্থমন্ত্রী তরফে ঘোষণা করা তৃতীয় দফায় আত্মনির্ভর প্যাকেজের আত্মনির্ভর রোজগার যোজনা ফলে সারাদেশে অন্তত ১০ লাখ মানুষের চাকরি হবে। সম্প্রতি মোদি সরকারের তরফে দাবি করা হয়েছে এমনটাই।

প্রসঙ্গত মোদি সরকারের আত্মনির্ভর প্যাকেজে তৃতীয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আত্মনির্ভর রোজগার যোজনা। এই প্রকল্পের অধীনে ইপিএফও-এর আওতায় কোনও সংস্থা যদি ১৫ হাজার টাকার নিচে কর্মী নিয়োগ করে সেক্ষেত্রে মিলবে অভিনব এই সুবিধা। তবে এখানে যে শর্তটি রাখা হয়েছে তা হলো ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ হারানো কর্মীর কর্মসংস্থান করতে হবে সংস্থাকে। পাশাপাশি এই সুবিধা প্রযোজ্য হবে অক্টোবর মাসের প্রথম দিন থেকে ৩০ জুলাই পর্যন্ত। এছাড়াও, সংস্থায় কর্মরত কর্মীর সংখ্যা পঞ্চাশের নিচে হলে তাদের জন্য মাত্র দু’জন। ৫০ এর অধিক হলে ৫ জন কর্মীকে চাকরি দিতে হবে। পাশাপাশি, যে সব সংস্থায় হাজার জনের কম কর্মী কাজ করেন তাদের সংস্থা ও কর্মী উভয়পক্ষের ১২ শতাংশ করে মোট ২৪ শতাংশ বেতনই সরকার দেবে। এবং ১০০০ জনের বেশী মানুষ সংস্থায় কাজ করলে সেক্ষেত্রে সরকার ১২ শতাংশ ভর্তুকি দেবে। তবে দু’বছরের জন্য এই ভর্তুকি সরকার চালিয়ে যাবে।

আরও পড়ুন:Big Breaking: দৌত্য ভেস্তে গেল, তৃণমূল ছাড়ার পথেই শুভেন্দু

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এই প্যাকেজে আবাসনের ক্ষেত্রেও বাড়তি সুবিধার কথা ঘোষণা করা হয়েছে।পূর্বে আয়কর আইন অনুযায়ী সরকারের সার্কেল রেট ও এগ্রিমেন্ট ভ্যালুর মধ্যে ১০ শতাংশ পার্থক্য ছিল এবার তা বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে করোনা গবেষণা ও প্রতিষেধকের জন্য বায়োটেকনোলজি দপ্তরকে দেওয়া হয়েছে ৯০০ কোটি টাকা। ৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে EXIM ব্যাংককে।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version