Monday, November 10, 2025

অমিত শাহের পর ২৪শে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, করবেন জনসভা

Date:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পরই সম্প্রতি বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে বাঁকুড়া। কিছুদিন আগে বাঁকুড়া ঘুরে গিয়েছেন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচ্য ব্যক্তি শুভেন্দু অধিকারী। এবার বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ নভেম্বর বাঁকুড়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এবার শুধু প্রশাসনিক বৈঠক নয়, একটি জনসভাও করবেন। এমনটাই জানান তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা। অমিত শাহ ঘুরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংস্লিষ্ট মহল।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে যে পরিকল্পনার কথা জানানো হয়েছে, তাতে ২৪ তারিখ মুখ্যমন্ত্রী রবীন্দ্রভবনে জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। পরের দিন অর্থাৎ ২৫ নভেম্বর বাঁকুড়া সদর থানার শুনুকপাহাড়ীতে একটি জনসভা করে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সুবিধা দেবেন। ইতিমধ্যেই শুনুকপাহাড়ীর সভাস্থলের জায়গা পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের আধিকারিকরা। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শুভাশিস বটব্যাল, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টর অরূপ চক্রবর্তী-সহ বেশ কয়েকজন বিধায়ক এবং পুলিশ সুপার কোটেশ্বর রাও বাজার সংলগ্ন এলাকা ঘুরে দেখেন।

আরও পড়ুন:‘বঙ্গধ্বনি’ কর্মসূচিকে সামনে রেখে ভোট যুদ্ধে নামছে তৃণমূল

প্রাথমিকভাবে কোথায় মঞ্চ ও হেলিপ্যাড হবে, তা নিয়ে আলোচনাও হয়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বাঁকুড়া সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রবল উৎসাহ তৈরি হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version