একবালপুরে তরুণীর বস্তাবন্দি দেহ ঘিরে চাঞ্চল্য! ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা

শহরে ফের খুনের ঘটনা। এবার একবালপুর এ এম এম আলি রোডে বস্তায় বাঁধা অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, তরুণীর নাম নয়না, বয়স ২০ বছর। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। গতকাল, বুধবার রাতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন:অমিত শাহের পর ২৪শে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, করবেন জনসভা

আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে লালবাজার হোমিসাইড শাখা তদন্তে আসে। আসে স্নিফার ডগ ও ফরেন্সিক টিম। এলাকায় এখনও উত্তেজনা আছে। যেখানে দেহ পড়েছিল ঘিরে রেখেছে পুলিশ। তদন্তে নেমেছে লালবাজার ও ইকবালপুর থানার পুলিশ।