Friday, January 30, 2026

গুজরাট মডেল নয়, বিজেপির টার্গেট হওয়া উচিত পাকিস্তান বা চিন, কটাক্ষ সুখেন্দুর

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন। বাংলাকে ‘টার্গেট’ করে এগোচ্ছে বিজেপি। আর তাকেই কটাক্ষ করে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
তার কটাক্ষ, বিজেপির টার্গেট পাকিস্তান বা চিন হওয়া উচিত। কিন্তু কেন বাংলা ‘টার্গেট ‘ তা বুঝতে পারছি না।
তার সাফ কথা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে পারে। কখনো কেউ কারোর ‘টার্গেট’ হতে পারে না।
বুধবার তার সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র। বিজেপির নাম না করে তাদের বক্তব্য, বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা অনেক আগেই আমরা শুনেছি । বাংলার মানুষ তা মেনে নেয়নি। ফের এই জিগির তুলছে একটি দল ।এই নেতিবাচক রাজনীতির জবাব বাংলার মানুষ ফিরিয়ে দেবে।
আসলে ‘টার্গেট ‘ এই শব্দটিকে নিশানা করে এর সঙ্গে তারা যোগ করেছেন বারবার ব্যবহার করা ‘বহিরাগত’ শব্দটিও। তাদের প্রশ্ন ,এই বহিরাগতরা বাংলার শান্ত এবং সাংস্কৃতিক পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে । এক্ষেত্রে তারা যে অমিত শাহের ‘পঞ্চপান্ডব’ নেতাদের কথা বলেছেন তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।
এদিন তারা স্পষ্ট জানিয়েছেন , আসলে বিজেপি যেটা করছে, তার কারণ তারা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানে না।
সুখেন্দুর কথায়, বিজেপির তরফে যে দল বাংলায় পাঠানো হয়েছে, তারা কেউই বাংলাকে চেনে না, তাদের সঙ্গে বাংলার কোনও সম্পর্কই নেই। তারা শুধুমাত্র এখানে অশান্তির সৃষ্টি করার জন্য এসেছে। এমনকি পরবর্তী ক্ষেত্রে রাজ্যে ঘোড়া কেনাবেচা হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন সুখেন্দু।
সুখেন্দুর কথায়, বাংলাকে কোনওভাবেই গুজরাট বানাতে দেওয়া যাবে না।

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...