Friday, January 9, 2026

গুজরাট মডেল নয়, বিজেপির টার্গেট হওয়া উচিত পাকিস্তান বা চিন, কটাক্ষ সুখেন্দুর

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন। বাংলাকে ‘টার্গেট’ করে এগোচ্ছে বিজেপি। আর তাকেই কটাক্ষ করে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
তার কটাক্ষ, বিজেপির টার্গেট পাকিস্তান বা চিন হওয়া উচিত। কিন্তু কেন বাংলা ‘টার্গেট ‘ তা বুঝতে পারছি না।
তার সাফ কথা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে পারে। কখনো কেউ কারোর ‘টার্গেট’ হতে পারে না।
বুধবার তার সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র। বিজেপির নাম না করে তাদের বক্তব্য, বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা অনেক আগেই আমরা শুনেছি । বাংলার মানুষ তা মেনে নেয়নি। ফের এই জিগির তুলছে একটি দল ।এই নেতিবাচক রাজনীতির জবাব বাংলার মানুষ ফিরিয়ে দেবে।
আসলে ‘টার্গেট ‘ এই শব্দটিকে নিশানা করে এর সঙ্গে তারা যোগ করেছেন বারবার ব্যবহার করা ‘বহিরাগত’ শব্দটিও। তাদের প্রশ্ন ,এই বহিরাগতরা বাংলার শান্ত এবং সাংস্কৃতিক পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে । এক্ষেত্রে তারা যে অমিত শাহের ‘পঞ্চপান্ডব’ নেতাদের কথা বলেছেন তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।
এদিন তারা স্পষ্ট জানিয়েছেন , আসলে বিজেপি যেটা করছে, তার কারণ তারা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানে না।
সুখেন্দুর কথায়, বিজেপির তরফে যে দল বাংলায় পাঠানো হয়েছে, তারা কেউই বাংলাকে চেনে না, তাদের সঙ্গে বাংলার কোনও সম্পর্কই নেই। তারা শুধুমাত্র এখানে অশান্তির সৃষ্টি করার জন্য এসেছে। এমনকি পরবর্তী ক্ষেত্রে রাজ্যে ঘোড়া কেনাবেচা হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন সুখেন্দু।
সুখেন্দুর কথায়, বাংলাকে কোনওভাবেই গুজরাট বানাতে দেওয়া যাবে না।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...