Tuesday, November 4, 2025

ই-পাস ছাড়াই মেট্রোয় যাতায়াত করতে পারবেন মহিলা এবং শিশুরা, জারি নোটিফিকেশন

Date:

Share post:

দিনটা বিশেষভাবে পুরুষদের। আন্তর্জাতিক পুরুষ দিবস। কিন্তু উপহার পেলেন নারীরা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হল এবার থেকে ই-পাস ছাড়াই এ বার মহিলা এবং শিশুরা মেট্রোতে যাতায়াত করতে পারবেন। লাগবে শুধু স্মার্ট কার্ড। ইতিমধ্যেই এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে৷

এত দিন পর্যন্ত বয়স্ক যাত্রীরা এই সুবিধা পেতেন। এ বার সেই তালিকায় যুক্ত হলেন মহিলারাও। সঙ্গে শিশুরাও। তবে, সারা দিন এমন সুবিধা পাওয়া যাবে না। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ই-পাস ছাড়াই মেট্রোয় উঠতে পারবেন মহিলারা। শুক্রবার থেকেই মহিলা এবং ১৫ বছরের নীচে শিশুদের জন্য এই নিয়ম কার্যকর হতে চলেছে। ১৫ বছরের কম বয়সের শিশুদেরও সংশ্লিষ্ট সময়ের মধ্যে কোনও পাস লাগবে না। শিশুদের ক্ষেত্রে স্কুলের পরিচয়পত্র দেখালেই চলবে।

ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কোভিড পরিস্থিতি। মেট্রো সূত্রে খবর, আগের চেয়ে অনেক বেশি যাত্রী এখন যাতায়াত করেন। কোভিড বিধি সম্পর্কে সচেতন মানুষ। ফলে এই অবস্থায় ধীরে ধীরে স্লট বুকিং তুলে দিতে চাইছে মেট্রো।

গত বুধবার ১১ নভেম্বর  থেকে মিলছে কলকাতায় বেশি সংখ্যক মেট্রো। রবিবার ৪ অক্টোবর থেকে চালু হয়েছে মেট্রো পরিষেবা। রবিবার মেট্রো চলছে ৭২টি। ৩৬ আপ ও ৩৬ ডাউন মেট্রো চলছে। সকাল ১০টা ১০ থেকে রাত ৯টা ৩০ অবধি মিলছে মেট্রো।

আরও পড়ুন- পারিবারিক বচসা,৩ শিশুকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...