Saturday, August 23, 2025

ই-পাস ছাড়াই মেট্রোয় যাতায়াত করতে পারবেন মহিলা এবং শিশুরা, জারি নোটিফিকেশন

Date:

দিনটা বিশেষভাবে পুরুষদের। আন্তর্জাতিক পুরুষ দিবস। কিন্তু উপহার পেলেন নারীরা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হল এবার থেকে ই-পাস ছাড়াই এ বার মহিলা এবং শিশুরা মেট্রোতে যাতায়াত করতে পারবেন। লাগবে শুধু স্মার্ট কার্ড। ইতিমধ্যেই এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে৷

এত দিন পর্যন্ত বয়স্ক যাত্রীরা এই সুবিধা পেতেন। এ বার সেই তালিকায় যুক্ত হলেন মহিলারাও। সঙ্গে শিশুরাও। তবে, সারা দিন এমন সুবিধা পাওয়া যাবে না। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ই-পাস ছাড়াই মেট্রোয় উঠতে পারবেন মহিলারা। শুক্রবার থেকেই মহিলা এবং ১৫ বছরের নীচে শিশুদের জন্য এই নিয়ম কার্যকর হতে চলেছে। ১৫ বছরের কম বয়সের শিশুদেরও সংশ্লিষ্ট সময়ের মধ্যে কোনও পাস লাগবে না। শিশুদের ক্ষেত্রে স্কুলের পরিচয়পত্র দেখালেই চলবে।

ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কোভিড পরিস্থিতি। মেট্রো সূত্রে খবর, আগের চেয়ে অনেক বেশি যাত্রী এখন যাতায়াত করেন। কোভিড বিধি সম্পর্কে সচেতন মানুষ। ফলে এই অবস্থায় ধীরে ধীরে স্লট বুকিং তুলে দিতে চাইছে মেট্রো।

গত বুধবার ১১ নভেম্বর  থেকে মিলছে কলকাতায় বেশি সংখ্যক মেট্রো। রবিবার ৪ অক্টোবর থেকে চালু হয়েছে মেট্রো পরিষেবা। রবিবার মেট্রো চলছে ৭২টি। ৩৬ আপ ও ৩৬ ডাউন মেট্রো চলছে। সকাল ১০টা ১০ থেকে রাত ৯টা ৩০ অবধি মিলছে মেট্রো।

আরও পড়ুন- পারিবারিক বচসা,৩ শিশুকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version