Friday, November 14, 2025

বিজেপিকে রুখতে মহাজোটের ডাক আব্বাসের, ক্ষমতায় তৃণমূলই: মত ত্বহার

Date:

রাজ্যে বিজেপিকে রুখতে বাম, কংগ্রেস, তৃণমূলকে নিয়ে মহাজোটের ডাক দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। বৃহস্পতিবার, ভাঙড়ের ফুলবাড়িতে একটি ধর্মীয় সভা করেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। এদিকে, পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন, “বিজেপি সাম্প্রদায়িক দল। তারা বাংলার সম্প্রীতি নষ্ট করতে চাইছে। বাংলার মানুষ ওদের ঝেঁটিয়ে বিদায় করে দেবে”।

বৃহস্পতিবার, ভাঙড়ের সভামঞ্চে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিক বলেন, “ভাঙড়ের পবিত্র মাঠিকে কিছু অসাধু মানুষ অপবিত্র করার চেষ্টা করছে। ডিসেম্বর মাসে নতুন দল ঘোষণা করছি, জানুয়ারিতে প্রতীক চলে আসবে।” আব্বাস সিদ্দিকির দাবি, ইতিমধ্যেই তারা ১০০ টি আসন জয়ের জায়গায় চলে গিয়েছেন। বাংলায় বিজেপিকে রুখতে বাম, কংগ্রেস, দলিত, আদিবাসী সবাইকে তাঁদের সঙ্গে মহাজোটে মিলিত হওয়ার ডাক দেন। তৃণমূলকেও স্বাগত জানান আব্বাস।

আরও পড়ুন:রবীন্দ্র সরোবরে জোর করে ঢোকার চেষ্টা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি

তবের পীরজাদা ত্বহা সিদ্দিকির মতে, আগামী নির্বাচনে তৃণমূলই সরকার গড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন।’ তিনি বলেন, কংগ্রেস–সিপিএম কোমায় চলে গিয়েছে। আব্বাসকেও কটাক্ষ করে ত্বহা সিদ্দিকি বলেন, নতুন দল গড়েও কিছুই করতে পারবেন না তিনি। “উনি একটা পুতুল। চাবি দিলেই ঘুরবে। বাংলায় রাজনীতি করা এত সোজা নয়।” বহিরাগতদের নিয়ে এসে বিজেপি সংগঠনের দায়িত্ব দিয়েছে। বাংলা তো এদের কাছে অপরিচিত। মনীষীদের নামই জানে না। আইনশৃঙ্খলা অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট ভাল। এখানে অশান্তি করতে চাইছে বিজেপি বলে অভিযোগ ত্বহার। তিনি বলেন, গেরুয়া শিবির নির্বাচনে প্রচুর টাকা খরচ করলেও বাংলা দখল করতে পারবে না।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version