রয় কৃষ্ণর গোলে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল এটিকে- মোহনবাগান

ম্যাচের ফল

এটিকে মোহনবাগান- ১
কেরল ব্লাস্টার্স – ০

আইএসএলের প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মুখোমুখি হয়ে রয় কৃষ্ণর গোলে জয় পেল এটিকে- মোহনবাগান।
খেলা শুরুর ৪ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ পেয়েছিল সবুজ মেরুন ।

আরও পড়ুন- বিয়ে করতে চলেছেন টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলর, পাত্রী কে জানেন?
খোল-নোলচে পাল্টে গিয়েছে সপ্তম আইএসএল। প্রথম ম্যাচে জয় পেলেও সমর্থকদের মন ভারতে পারলেন না রয় কৃষ্ণারা।ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় কেরালা ব্লাস্টার্স। প্রথম দশ থেকে পনেরো মিনিট কিবু ভিকুনার ছেলেদের আক্রমণ ঠেকাতে নাজেহাল হয়ে যায় এটিকে মোহনবাগান। মাঝে মাঝে প্রতি-আক্রমণে উঠে আসলেও সেভাবে গোলের মুখ খুলতে পারছিল না আন্টোনিও লোপেজ হাবাসের দল। যদিও সব হিসেব পাল্টে দেয় ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণার ৬৭ মিনিটের গোল। এরপর চেষ্টা করেও ম্যাচে সমতায় ফিরতে পারেনি কেরালা ব্লাস্টার্স।