Monday, November 10, 2025

ফেসবুকের কাছে ৩৭১ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ

Date:

ফেসবুকের কাছে ৩৭১ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে ৪৪ শতাংশ ক্ষেত্রে কিছু তথ্য দিয়েছে ফেসবুক। ২৪১টি অনুরোধের মধ্যে ৯৯টি জরুরি অনুরোধ ছিল। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ অনুরোধগুলো করা হয়।

বিভিন্ন দেশের সরকার ফেসবুক কর্তৃপক্ষের কাছে কী ধরনের অনুরোধ জানায়, তা তুলে ধরতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। তবে এতে কোন ধরনের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, তা উল্লেখ করা হয়নি। সূত্র জানিয়েছে, ২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধে সাড়া দেয় কর্তৃপক্ষ।

বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যমটির তথ্য অনুযায়ী, ফেসবুকের কাছে সরকারের তথ্য চাওয়ার হার তুলনামূলকহারে বাড়ছে। গত বছরের শেষ ছয় মাসে ফেসবুকের কাছে ১৭৯টি অনুরোধ করেছিল সরকার। এ সময় ৪৫ শতাংশ ক্ষেত্রে সাড়া দেয় ফেসবুক।

বিশ্বজুড়েই ফেসবুকের কাছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার বেড়ে গেছে। এ বছরের প্রথম ছয় মাসেই ফেসবুকের কাছে ২৩ শতাংশের বেশি তথ্য চাওয়া হয়েছে।

এ সময় ফেসবুকের কাছে অনুরোধ গেছে এক লাখ ৪০ হাজার ৮৭৫টি। সবচেয়ে বেশি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ভারত, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য বছরের প্রথম ছয় মাসে ৬১ হাজার ৫২৮টি অনুরোধ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

আরও পড়ুন- রয় কৃষ্ণর গোলে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল এটিকে- মোহনবাগান

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version