Wednesday, August 20, 2025

ফেসবুকের কাছে ৩৭১ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে ৪৪ শতাংশ ক্ষেত্রে কিছু তথ্য দিয়েছে ফেসবুক। ২৪১টি অনুরোধের মধ্যে ৯৯টি জরুরি অনুরোধ ছিল। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ অনুরোধগুলো করা হয়।

বিভিন্ন দেশের সরকার ফেসবুক কর্তৃপক্ষের কাছে কী ধরনের অনুরোধ জানায়, তা তুলে ধরতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। তবে এতে কোন ধরনের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, তা উল্লেখ করা হয়নি। সূত্র জানিয়েছে, ২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধে সাড়া দেয় কর্তৃপক্ষ।

বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যমটির তথ্য অনুযায়ী, ফেসবুকের কাছে সরকারের তথ্য চাওয়ার হার তুলনামূলকহারে বাড়ছে। গত বছরের শেষ ছয় মাসে ফেসবুকের কাছে ১৭৯টি অনুরোধ করেছিল সরকার। এ সময় ৪৫ শতাংশ ক্ষেত্রে সাড়া দেয় ফেসবুক।

বিশ্বজুড়েই ফেসবুকের কাছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার বেড়ে গেছে। এ বছরের প্রথম ছয় মাসেই ফেসবুকের কাছে ২৩ শতাংশের বেশি তথ্য চাওয়া হয়েছে।

এ সময় ফেসবুকের কাছে অনুরোধ গেছে এক লাখ ৪০ হাজার ৮৭৫টি। সবচেয়ে বেশি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ভারত, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য বছরের প্রথম ছয় মাসে ৬১ হাজার ৫২৮টি অনুরোধ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

আরও পড়ুন- রয় কৃষ্ণর গোলে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল এটিকে- মোহনবাগান

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version