Friday, November 7, 2025

ব্রাত্য থাকা দলের পুরোনো নেতাদের পুনর্বাসন দিলেন সোনিয়া

Date:

তিনটি নতুন কমিটি ঘোষণা করেছেন সোনিয়া৷ সেই কমিটিতেই ঠাঁই মিলেছে শশী থারুর, গুলাম নবি আজাদ, বীরাপ্পা ময়লি এবং আনন্দ শর্মার মতো ‘‌বিক্ষুব্ধ’ নেতারা। আছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদাম্বরমও। বিশেষ উল্লেখ যোগ্য, তিনটি কমিটিতেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং।

গান্ধী পরিবারের বিরুদ্ধে কংগ্রেসের শীর্ষমহল থেকেই বেশ কিছদিন ধরে আওয়াজ উঠেছে৷ এই তথাকথিত ‘বিক্ষুব্ধ’দের মধ্যেই আছেন মনমোহন সিং ছাড়া সদ্যগঠিত তিন কমিটিতে জায়গা পাওয়া নেতারা৷ বিহার ভোটের ফল হতাশজনক হওয়ায় আরও বেশি করে কংগ্রেসের অন্তর্কলহের খবর বাইরে আসছিল। একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রকাশ্যেই সোনিয়া-রাহুলের বিরুদ্ধে মুখ খুলেছেন৷ অনেকে আবার চিঠিও লেখেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনিয়া গান্ধী শেষপর্যন্ত ৩টি নতুন কমিটি ঘোষণা করেছেন ৷ এই কমিটিগুলিতে অবশ্য জায়গা পাননি দিনদুয়েক আগে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরির সঙ্গে বিতর্কে জড়িয়ে যাওয়া প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল৷ সিব্বলকে বাইরে রেখে এই নতুন ৩ কমিটিতে আনা হয়েছে শশী থারুর, গুলাম নবি আজাদ, বীরাপ্পা ময়লি এবং আনন্দ শর্মাকে৷ এরা সকলেই ‘‌বিক্ষুব্ধ’ নেতা হিসেবে পরিচিত। পি চিদাম্বরমও আছেন।

সোনিয়া গান্ধী যে তিনটি কমিটি গঠন করেছেন সেগুলি হলো, জাতীয় নিরাপত্তা কমিটি, বিদেশনীতি কমিটি এবং অর্থনীতি বিষয়ক কমিটি৷ এই তিন বিষয়ে সোনিয়া গান্ধীকে পরিস্থিতি জানানো ও দলের অবস্থান কী হবে তা ঠিক করাই কমিটির কাজ হবে। এই তিন কমিটিতেই রয়েছেন ডঃ মনমোহন সিং। প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদাম্বরমকে রাখা হয়েছে অর্থনীতি সংক্রান্ত কমিটিতে। বিদেশনীতি বিষয়ক কমিটিতে রয়েছেন আনন্দ শর্মা এবং শশী থারুর ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে জায়গা পেয়েছেন গুলাম নবি আজাদ এবং বীরাপ্পা মৌলি। প্রসঙ্গত, শশী থারুর, গুলাম নবি আজাদ, বীরাপ্পা ময়লি এবং আনন্দ শর্মা দলের অন্দর যে ঠিক নেই, সেকথা জানিয়ে সরাসরি সোনিয়াকে চিঠি লিখেছিলেন।

এদিকে, দিল্লিতে বেড়েই চলেছে দূষণ৷ দূষণের হাত থেকে বাঁচতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আগামী এক সপ্তাহ দিল্লির বাইরে থাকবেন। সঙ্গে থাকবেন রাহুল গান্ধী৷

কংগ্রেসের তরফে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শেই সোনিয়া গান্ধী দিল্লীর বাইরে দূষণমুক্ত পরিবেশে কয়েকদিন কাটাবেন। রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে আজই গোয়ার পানাজি পৌঁছে গিয়েছেন সোনিয়া গান্ধী৷ গত কয়েক বছর ধরে সোনিয়া গান্ধী শীতের মরশুমে দিল্লির বাইরে কাটান। কংগ্রেস বলেছে, দিল্লির বেড়ে চলা দূষণের কারনে সোনিয়া স্বাস্থ্য খারাপ হওয়ার বিপদ আছে। গত বছরও তিনি দু’সপ্তাহের জন্য গোয়ায় কাটিয়েছিলেন।

প্রসঙ্গত, এ বছরের দীপাবলীতে দিল্লির দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেশি ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্টেই একথা বলা হয়েছিল৷

আরও পড়ুন- নিরাপত্তার মধ্য দিয়ে হুগলিতে পালিত ছটপুজো

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version