Sunday, November 16, 2025

তাঁকে ‘বহিরাগত’ তকমা দিয়েছিলেন দিলীপ ঘোষ। কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি রাজ্য সভাপতির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন তৃণমুল সাংসদ আহমদ হাসান ইমরান। বললেন, বিজেপি রাজ্য সভাপতি ৪৮ ঘন্টার মধ্যে অভিযোগের প্রমাণ দিন। নইলে দুজনের দেখা হবে আদালতে।

শনিবার দলীয় কার্যালয়ে দিলীপ তৃণমূলের বহিরাগত ইস্যুর জবাব দিতে গিয়ে বলেন, তৃণমূলের দুই প্রাক্তন সাংসদ কে ডি সিং ও আহমদ হাসান ইমরান দুজনেই অন্য রাজ্যের ছিলেন। ইমরান সম্বন্ধে দিলীপ বলেন, উনি বাংলাদেশ থেকে অসম হয়ে এ রাজ্যে এসে সাংসদ হয়ে যান।

প্রত্যুত্তরে ইমরান বলেন, এই দাবি সর্বৈব মিথ্যা। আমার জন্ম ১৯৫৩ সালে জলপাইগুড়ির মাল থানার মাল নদী চা-বাগানে। মাল নদী চাবাগান স্কুল থেকে ১৯৬৩ সালে প্রাইমারি পাশ করি। ১৯৭২ সালে উচ্চ-মাধ্যমিক পাশ করি। দুটি সার্টিফিকেটই আমার কাছে আছে। তখন বার্থ সার্টিফিকেট দেওয়া হতো না। ইমরানের দাবি, তাঁর বাবা ১৯৩৭ থেকে জলপাইগুড়ি রহিমিয়া চা বাগানে চাকরি করতেন। তার প্রমাণপত্রও রয়েছে। নিষিদ্ধ সিমি সংগঠনের সদস্য ছিলেন ইমরান, এই অভিযোগও তোলেন দিলীপ। জবাবে ইমরান বলেছেন, তিনি যখন সদস্য ছিলেন, তখন সিমি নিষিদ্ধ ছিল না। ১৯৮৩ সালে তিনি সিমির সদস্য পদ ছাড়েন। সিমি নিষিদ্ধ হয় ২০০১ সালে। ইমরানের অভিযোগ, বিজেপি বাঙালি সংখ্যালঘুদের অনুপ্রবেশকারী বানাতে চাইছে।

আরও পড়ুন- হল ফাঁকা! আপাতত একসঙ্গে ঝাঁপ ফেলল কলকাতার একাধিক সিঙ্গল স্ক্রিন

ইমরান সাফ জানান, বিজেপি রাজ্য সভপতি তাঁর অভিযোগের জবান দিন। নইলে দেখা হবে আদালতে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version