Friday, November 14, 2025

তাঁকে ‘বহিরাগত’ তকমা দিয়েছিলেন দিলীপ ঘোষ। কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি রাজ্য সভাপতির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন তৃণমুল সাংসদ আহমদ হাসান ইমরান। বললেন, বিজেপি রাজ্য সভাপতি ৪৮ ঘন্টার মধ্যে অভিযোগের প্রমাণ দিন। নইলে দুজনের দেখা হবে আদালতে।

শনিবার দলীয় কার্যালয়ে দিলীপ তৃণমূলের বহিরাগত ইস্যুর জবাব দিতে গিয়ে বলেন, তৃণমূলের দুই প্রাক্তন সাংসদ কে ডি সিং ও আহমদ হাসান ইমরান দুজনেই অন্য রাজ্যের ছিলেন। ইমরান সম্বন্ধে দিলীপ বলেন, উনি বাংলাদেশ থেকে অসম হয়ে এ রাজ্যে এসে সাংসদ হয়ে যান।

প্রত্যুত্তরে ইমরান বলেন, এই দাবি সর্বৈব মিথ্যা। আমার জন্ম ১৯৫৩ সালে জলপাইগুড়ির মাল থানার মাল নদী চা-বাগানে। মাল নদী চাবাগান স্কুল থেকে ১৯৬৩ সালে প্রাইমারি পাশ করি। ১৯৭২ সালে উচ্চ-মাধ্যমিক পাশ করি। দুটি সার্টিফিকেটই আমার কাছে আছে। তখন বার্থ সার্টিফিকেট দেওয়া হতো না। ইমরানের দাবি, তাঁর বাবা ১৯৩৭ থেকে জলপাইগুড়ি রহিমিয়া চা বাগানে চাকরি করতেন। তার প্রমাণপত্রও রয়েছে। নিষিদ্ধ সিমি সংগঠনের সদস্য ছিলেন ইমরান, এই অভিযোগও তোলেন দিলীপ। জবাবে ইমরান বলেছেন, তিনি যখন সদস্য ছিলেন, তখন সিমি নিষিদ্ধ ছিল না। ১৯৮৩ সালে তিনি সিমির সদস্য পদ ছাড়েন। সিমি নিষিদ্ধ হয় ২০০১ সালে। ইমরানের অভিযোগ, বিজেপি বাঙালি সংখ্যালঘুদের অনুপ্রবেশকারী বানাতে চাইছে।

আরও পড়ুন- হল ফাঁকা! আপাতত একসঙ্গে ঝাঁপ ফেলল কলকাতার একাধিক সিঙ্গল স্ক্রিন

ইমরান সাফ জানান, বিজেপি রাজ্য সভপতি তাঁর অভিযোগের জবান দিন। নইলে দেখা হবে আদালতে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version