Thursday, January 29, 2026

সীমান্তে ফের বেলাগাম গুলি চালাল পাকিস্তান, শহিদ এক জওয়ান

Date:

Share post:

সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে উপত্যকায় ফের একবার বেপরোয়াভাবে গুলি চালাল পাক সেনা। অতর্কিতে পাকিস্তানের এই ন্যাক্কারজনক হামলায় এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। অবশ্য পাক হামলার কড়া জবাব দিতেও এদিন কোনও কসুর করেনি ভারতীয় সেনা। সব মিলিয়ে শনিবার সকাল থেকে ফের একবার রক্তাক্ত হয়ে উঠল উপত্যকা।

সংবাদমাধ্যম সূত্রে খবর শনিবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে অতর্কিতে হামলা চালায় পাকিস্তান। সীমান্তের ওপার থেকে উপত্যাকার গ্রাম ও ভারতীয় সেনার ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে পাক জওয়ানরা। এই হামলায় গুরুতর জখম হন হাব পাটিল সঙ্গাম শিবাজী নামের এক ভারতীয় জওয়ান।পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা ছিলেন ওই সেনা জওয়ান। এদিকে পাকিস্তানে এই হামলার পাল্টা হিসেবে জবাবি আক্রমণ করে ভারতীয় জওয়ানরাও। দীর্ঘক্ষন ধরে চলে দুপক্ষের গুলির লড়াই।

আরও পড়ুন:সুজাপুরের বিস্ফোরণস্থলে মেলেনি কোনও বিস্ফোরক পদার্থের নমুনা, জানাচ্ছে ফরেনসিক দল

প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের অনুপ্রবেশের চেষ্টার জন্য দীর্ঘদিন ধরে অধিকৃত কাশ্মীরের অপেক্ষা করছে পাক জঙ্গিরা। অনুপ্রবেশে সুবিধা করে দিতে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। গত ১৩ নভেম্বর পাক সেনার এমনই এক হামলায় উপত্যকায় ভারতীয় জওয়ানসহ শহিদ হয়েছিলেন একাধিক গ্রামবাসী। যার প্রেক্ষিতে ভারতীয় সেনার পাল্টা হামলায় সাত থেকে আটজন পাক জওয়ানের মৃত্যু হয় বলে জানা যায়। সেই ঘটনার পর এদিন ফের একবার কোনও প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখায় এলোপাথাড়ি গুলি চালাল পাকিস্তান।

spot_img

Related articles

হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

আজ থেকে শুরু হয়ে গেল হাইমাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা আর এই মর্মে এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা...

মডেল বাংলা: কৃষি উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ

রাজ্য বিজেপির নেতাদের মুখে ফের ঝামা ঘষে দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রশংসা ছিনিয়ে আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার ভার্চুয়াল...

মাথায় ট্রাঙ্ক, গায়ের জামায় সাঁটা দলিল! ‘SIR শুনানিতে’ অভিনব প্রতিবাদ ৭১ বছরের বৃদ্ধের

গায়ের জামা থেকে ঝুলছে একাধিক পরিচয়পত্র ও নথিপত্র, আর মাথায় একটি ভারী লোহার ট্রাঙ্ক। বৃহস্পতিবার এমনই এক অদ্ভুত...

সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা শুভেন্দুর, নবান্নের সামনে ধর্নায় মিলল না অনুমতি

সিঙ্গল বেঞ্চের পরে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চেও ধাক্কা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu...