Saturday, November 8, 2025

সীমান্তে ফের বেলাগাম গুলি চালাল পাকিস্তান, শহিদ এক জওয়ান

Date:

সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে উপত্যকায় ফের একবার বেপরোয়াভাবে গুলি চালাল পাক সেনা। অতর্কিতে পাকিস্তানের এই ন্যাক্কারজনক হামলায় এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। অবশ্য পাক হামলার কড়া জবাব দিতেও এদিন কোনও কসুর করেনি ভারতীয় সেনা। সব মিলিয়ে শনিবার সকাল থেকে ফের একবার রক্তাক্ত হয়ে উঠল উপত্যকা।

সংবাদমাধ্যম সূত্রে খবর শনিবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে অতর্কিতে হামলা চালায় পাকিস্তান। সীমান্তের ওপার থেকে উপত্যাকার গ্রাম ও ভারতীয় সেনার ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে পাক জওয়ানরা। এই হামলায় গুরুতর জখম হন হাব পাটিল সঙ্গাম শিবাজী নামের এক ভারতীয় জওয়ান।পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা ছিলেন ওই সেনা জওয়ান। এদিকে পাকিস্তানে এই হামলার পাল্টা হিসেবে জবাবি আক্রমণ করে ভারতীয় জওয়ানরাও। দীর্ঘক্ষন ধরে চলে দুপক্ষের গুলির লড়াই।

আরও পড়ুন:সুজাপুরের বিস্ফোরণস্থলে মেলেনি কোনও বিস্ফোরক পদার্থের নমুনা, জানাচ্ছে ফরেনসিক দল

প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের অনুপ্রবেশের চেষ্টার জন্য দীর্ঘদিন ধরে অধিকৃত কাশ্মীরের অপেক্ষা করছে পাক জঙ্গিরা। অনুপ্রবেশে সুবিধা করে দিতে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। গত ১৩ নভেম্বর পাক সেনার এমনই এক হামলায় উপত্যকায় ভারতীয় জওয়ানসহ শহিদ হয়েছিলেন একাধিক গ্রামবাসী। যার প্রেক্ষিতে ভারতীয় সেনার পাল্টা হামলায় সাত থেকে আটজন পাক জওয়ানের মৃত্যু হয় বলে জানা যায়। সেই ঘটনার পর এদিন ফের একবার কোনও প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখায় এলোপাথাড়ি গুলি চালাল পাকিস্তান।

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version