Saturday, August 23, 2025

করোনাকালে হাতি ঘোড়ার বহর নিয়ে বাদশাহী কায়দায় নেতার ছেলের বিয়ে

Date:

খায়রুল আলম, ঢাকা: বরের বাবার শখ ছিল রাজা-বাদশাদের মতোই ছেলে হাতিতে চড়ে যাবে বিয়ে করতে। সঙ্গে থাকবে ঘোড়া, মহিষ ও গরুর গাড়ির বহর।বরযাত্রী যাবে তাতে। যে ভাবনা সেই কাজ। পরিকল্পনা অনুযায়ী ঠিক সেভাবেই ছেলের বিয়ে দিলেন মেহেরপুর জেলার স্থানীয় বিএনপি নেতা ময়নাল হক। করোনাকালে এই বাদশাহী বিয়ে নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের মুন্সিপাড়া এলাকার বিএনপি নেতা ময়নাল হকের ছেলে তুলিপ হোসেনের সঙ্গে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের সানজিদা আক্তার শাওনের বিয়ে হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মুন্সিপাড়া থেকে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যান বর। সঙ্গে বরযাত্রীদের জন্য ছিল কয়েকটি ঘোড়া, গরু ও মহিষের গাড়ি। এ বিয়ের আয়োজন দেখতে রাস্তার দু’পাশে উৎসুক জনতার ভিড় জমে।

আরও পড়ুন:সীমান্তে ফের বেলাগাম গুলি চালাল পাকিস্তান, শহিদ এক জওয়ান

পরে বর তুলিপ হোসেন সাংবাদিকদের বলেন, সবাই ব্যতিক্রম কিছু করতে চায়। সেই ব্যতিক্রম চিন্তা-ভাবনা থেকেই পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন আমার বাবা। বাবার শখ পূরণের জন্য এভাবে বিয়ে করা। বরের বাবা ময়নাল হক জানান, নিজের বহুদিনের শখ পূরণের জন্যই এ ধরনের আয়োজন করা হয়েছে। অল্পসংখ্যক লোকজন নিয়ে স্বল্প পরিসরে এ বিয়ের আয়োজন করা হয়। বর্তমানে সবকিছুতে আধুনিকতার ছোঁয়া থাকলেও এ ব্যতিক্রমধর্মী বিয়ে পুরাতন ঐতিহ্যকে বারবার স্মরণ করাবে বলে জানান তিনি।

এদিকে বিয়ের খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর শুরু হযেছে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া। এ বিষয়ে ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান বলেন, করোনা পরিস্থিতির মধ্যে এ ধরনের আয়োজন ঠিক হয়নি।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version