Tuesday, November 11, 2025

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

Date:

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের কৌতূহল ইডেন বিশ্বকাপে কোন কোন ম্যাচ পাবে?

সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপ( T20 World Cup) সেমিফাইনালে হতে পারে ইডেনে(Eden)।  একটি সেমিফাইনাল হতে পারে ইডেনে এবং অপরটি মুম্বইয়ের ওয়াংখেড়ে। ভারতের সঙ্গে  আসন্ন বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কাও। ফলে অনেক অঙ্ক মিলিয়ে ভেন্যু নির্ধারণ করতে হচ্ছে বিসিসিআইকে।

ভারতে ম্যাচগুলি হবে আহমেদাবাদ, কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাইয়ে। অন্যদিকে শ্রীলঙ্কায় ম্যাচ হবে প্রেমদাসা, পাল্লেকেলে, ডাম্বুলা বা হামবানটোটায়।  বোর্ড সূত্রের খবর, প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনায় এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।

উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আহমদাবাদ। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল হবে কলম্বোয়। উল্লেখ্য, ২০২৩ এক দিনের বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হয়েছিল আহমদাবাদে। যদি ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হয় সেই ম্যাচটি হবে কলম্বোয়। অপর সেমিফাইনালটি হবে মুম্বইয়ে। ফলে আশা আশঙ্কার দোলাচলে ইডেন।

উদ্বোধনী ম্যাচ এবং ফাইনালের দৌড়ে রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে আবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও আয়োজিত হতে পারে আরেকটি সেমিফাইনাল। সেক্ষেত্রে ফাইনাল কোথায় হবে তা নিশ্চিত নয়। তবে পাকিস্তান বা শ্রীলঙ্কা সেমিফাইনাল-ফাইনালে পৌঁছলে তা আয়োজিত হবে শ্রীলঙ্কার কলম্বোয়।

আপাতত ইডেন  তৈরি ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের জন্য।  ইতিমধ্যেই ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার কলকাতায় চলে এসেছে।

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version