শোভন-বৈশাখীর বাড়িতে অরবিন্দ মেনন! এবার কেন জানেন?

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। কিন্তু শোভন-বৈশাখী জুটির ভূমিকা কী হবে? এবার বিজেপি সংগঠনের কাজে শোভনকে নামাতে চায়। কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন অমিত শাহ। তখন তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন শোভন-বৈশাখী। তখনই ঠিক হয় শোভন ধীরে ধীরে বিজেপির কাজে যুক্ত হবেন।

এবার ফের একবার শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে গেলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। শোভনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। মূলত, সংগঠনে কীভাবে কাজ করবেন, কোথায় কাজ করবেন সে নিয়েই কথা হয়েছে বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভাইফোঁটা দিতে চেয়েছিলেন অরবিন্দ মেনন এবং অমিতাভ চক্রবর্তীকে। কিন্তু দলীয় কাজে ব্যস্ত থাকায় ভাইফোঁটার দিন যেতে পারেননি তাঁরা। তাই এবার শোভন-বৈশাখীর সঙ্গে দেখা করলেন অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তী।

আরও পড়ুন : বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি তৃণমূল শিবিরে