Saturday, November 8, 2025

মোদি সরকারের নীতির প্রতিবাদে আগামী সপ্তাহে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক

Date:

বেসরকারিকরণ, আউটসোর্সিং, শূন্য পদে নিয়োগ এবং নয়া পেনশন নীতির প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিল ট্রেড ইউনিয়নগুলি। একইসঙ্গে ক্রমাগত সুদ কমানো এবং গ্রাহক স্বার্থের বিষয়গুলিকে মাথায় রেখে চলতি মাসের শেষের দিকে আবারও একবার ব্যাংক ধর্মঘটের পথে হাঁটতে চলেছে ব্যাংক ইউনিয়নগুলি।

মোদি সরকারের নয়া আইনের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। তাদের সেই দাবিকে সমর্থন জানিয়ে একই সঙ্গে নিজেদের দাবিগুলোকে তুলে ধরে ওইদিন ধর্মঘটে সামিল হচ্ছে অধিকাংশ ব্যাংক ইউনিয়ন। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে ২৬ নভেম্বর হতে চলেছে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট। শুধু তাই নয় ২৬ নভেম্বর প্রস্তাবিত এই ব্যাংক ধর্মঘটে সামিল হতে চলেছে রিজার্ভ ব্যাংকের কর্মচারীরাও। ফলস্বরূপ ওই তারিখে দেশের ব্যাঙ্কিং পরিষেবা কার্যত অচল হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:“পুনর্জন্ম”, শ্রাদ্ধের দিনই বাড়ি ফিরলেন করোনাজয়ী!

এ প্রসঙ্গে ব্যাংক কর্মচারীদের অন্যতম বৃহৎ সংগঠন BEFI এক বিবৃতিতে জানিয়েছে, দেশে ফিক্সড ডিপোজিটের সুদের হার ব্যাপকভাবে কমতে শুরু করেছে। ফিক্সড ডিপোজিটের সুদের হার কমেছে আরও তিনটি ব্যাংক। যার মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও। বর্তমানে দেশের বৃহত্তর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সাধারণ মানুষের ন্যুনতম সুদের হার ২.৯ শতাংশ। ফলস্বরূপ চূড়ান্ত সমস্যার মুখে দেশের মধ্যবিত্ত ও প্রবীণ মানুষেরা। কেন্দ্রীয় সরকারের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধেই এই ধর্মঘট বলে জানানো হয়েছে BEFI এর তরফে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version