Sunday, August 24, 2025

“অধীর চৌধুরী আমাকে নিয়ে কী বললেন, তা নিয়ে আদৌ ভাবছি না। ওঁর মন্তব্যের কোনও জবাবও দেব না। তবে অধীরের উচিত এখন ওঁর সমস্ত এনার্জি বাংলার ভোটে কাজে লাগানো। সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। এই ভোটে কংগ্রেস দলকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়া যায় কীভাবে, তা নিয়ে ভাবুন অধীর। সেটা করে দেখান। আমি লক্ষ লক্ষ সাধারণ কংগ্রেস কর্মীর আবেগ তুলে ধরেছি এবং সেটা করেই যাব।” লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সম্প্রতি তাঁকে কটাক্ষ করে যে মন্তব্য করেছিলেন, তার প্রতিক্রিয়ায় এই কথাগুলি বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা কপিল সিব্বল। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে অধীরের কথাকে গুরুত্ব না দিয়ে সিব্বলের খোঁচা, উনি বাংলার ভোটে মন দিন।

প্রসঙ্গত, বিহার বিধানসভা নির্বাচন ও কয়েকটি রাজ্যের উপনির্বাচনে কংগ্রেসের শোচনীয় হারের পর কপিল সিব্বল সংবাদমাধ্যমে বলেন, আমাদের আত্মসমীক্ষা করা উচিত। মানুষের কাছে কংগ্রেস কেন গ্রহণযোগ্য বিকল্প হতে পারছে না, কেন পরপর সব নির্বাচনে আমরা হারছি, তা খতিয়ে দেখা উচিত শীর্ষ নেতৃত্বের। সিব্বলের ওই মন্তব্যের পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তীব্র ভাষায় তাঁর সমালোচনা করেন। অধীর বলেন, “কংগ্রেসে না পোষালে কপিল সিব্বল দল ছেড়ে দিন। প্রকাশ্যে কংগ্রেসের সমালোচনা না করে বরং যে দল ওঁর জন্য উপযুক্ত বলে মনে হবে সেই দলে যোগ দিন অথবা নিজের দল তৈরি করুন।” অধীরের সেই কটাক্ষ ফিরিয়ে কপিল সিব্বল বললেন, “আমার মন্তব্য কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। আমি দলের অসংখ্য সাধারণ কর্মীর আবেগটাই তুলে ধরেছি। আমি কংগ্রেস ওয়ার্কিং কমিটির অংশ নই। ফলে আমার কিছু বলার থাকলে অন্য আর কীভাবে বলব? অধীর হয়ত জানেন না আমি বিহারে প্রচারের জন্যও যেতে চেয়েছিলাম। কিন্তু সেই সুযোগ পাইনি। যে দলে ১৮ মাস কোনও পূর্ণ সময়ের সভাপতি থাকে না, সেই দল কীভাবে বিজেপির বিকল্প হয়ে উঠবে তা ভাবার সময় এসেছে।” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর খেদ, ২০১৪ আর ২০১৯ এর লোকসভা নির্বাচন ও এখন পরপর অন্যান্য ভোটে হারার পর আত্মসমীক্ষা না হলে আর কবে হবে?

আরও পড়ুন : দেশীয় ভ্যাকসিনের ট্রায়াল ডোজ নিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, জানালেন অভিজ্ঞতার কথা

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version