Tuesday, August 26, 2025

মোদি সরকারের নীতির প্রতিবাদে আগামী সপ্তাহে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক

Date:

বেসরকারিকরণ, আউটসোর্সিং, শূন্য পদে নিয়োগ এবং নয়া পেনশন নীতির প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিল ট্রেড ইউনিয়নগুলি। একইসঙ্গে ক্রমাগত সুদ কমানো এবং গ্রাহক স্বার্থের বিষয়গুলিকে মাথায় রেখে চলতি মাসের শেষের দিকে আবারও একবার ব্যাংক ধর্মঘটের পথে হাঁটতে চলেছে ব্যাংক ইউনিয়নগুলি।

মোদি সরকারের নয়া আইনের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। তাদের সেই দাবিকে সমর্থন জানিয়ে একই সঙ্গে নিজেদের দাবিগুলোকে তুলে ধরে ওইদিন ধর্মঘটে সামিল হচ্ছে অধিকাংশ ব্যাংক ইউনিয়ন। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে ২৬ নভেম্বর হতে চলেছে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট। শুধু তাই নয় ২৬ নভেম্বর প্রস্তাবিত এই ব্যাংক ধর্মঘটে সামিল হতে চলেছে রিজার্ভ ব্যাংকের কর্মচারীরাও। ফলস্বরূপ ওই তারিখে দেশের ব্যাঙ্কিং পরিষেবা কার্যত অচল হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:“পুনর্জন্ম”, শ্রাদ্ধের দিনই বাড়ি ফিরলেন করোনাজয়ী!

এ প্রসঙ্গে ব্যাংক কর্মচারীদের অন্যতম বৃহৎ সংগঠন BEFI এক বিবৃতিতে জানিয়েছে, দেশে ফিক্সড ডিপোজিটের সুদের হার ব্যাপকভাবে কমতে শুরু করেছে। ফিক্সড ডিপোজিটের সুদের হার কমেছে আরও তিনটি ব্যাংক। যার মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও। বর্তমানে দেশের বৃহত্তর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সাধারণ মানুষের ন্যুনতম সুদের হার ২.৯ শতাংশ। ফলস্বরূপ চূড়ান্ত সমস্যার মুখে দেশের মধ্যবিত্ত ও প্রবীণ মানুষেরা। কেন্দ্রীয় সরকারের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধেই এই ধর্মঘট বলে জানানো হয়েছে BEFI এর তরফে।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version