Wednesday, November 12, 2025

মোদি সরকারের নীতির প্রতিবাদে আগামী সপ্তাহে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক

Date:

বেসরকারিকরণ, আউটসোর্সিং, শূন্য পদে নিয়োগ এবং নয়া পেনশন নীতির প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিল ট্রেড ইউনিয়নগুলি। একইসঙ্গে ক্রমাগত সুদ কমানো এবং গ্রাহক স্বার্থের বিষয়গুলিকে মাথায় রেখে চলতি মাসের শেষের দিকে আবারও একবার ব্যাংক ধর্মঘটের পথে হাঁটতে চলেছে ব্যাংক ইউনিয়নগুলি।

মোদি সরকারের নয়া আইনের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। তাদের সেই দাবিকে সমর্থন জানিয়ে একই সঙ্গে নিজেদের দাবিগুলোকে তুলে ধরে ওইদিন ধর্মঘটে সামিল হচ্ছে অধিকাংশ ব্যাংক ইউনিয়ন। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে ২৬ নভেম্বর হতে চলেছে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট। শুধু তাই নয় ২৬ নভেম্বর প্রস্তাবিত এই ব্যাংক ধর্মঘটে সামিল হতে চলেছে রিজার্ভ ব্যাংকের কর্মচারীরাও। ফলস্বরূপ ওই তারিখে দেশের ব্যাঙ্কিং পরিষেবা কার্যত অচল হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:“পুনর্জন্ম”, শ্রাদ্ধের দিনই বাড়ি ফিরলেন করোনাজয়ী!

এ প্রসঙ্গে ব্যাংক কর্মচারীদের অন্যতম বৃহৎ সংগঠন BEFI এক বিবৃতিতে জানিয়েছে, দেশে ফিক্সড ডিপোজিটের সুদের হার ব্যাপকভাবে কমতে শুরু করেছে। ফিক্সড ডিপোজিটের সুদের হার কমেছে আরও তিনটি ব্যাংক। যার মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও। বর্তমানে দেশের বৃহত্তর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সাধারণ মানুষের ন্যুনতম সুদের হার ২.৯ শতাংশ। ফলস্বরূপ চূড়ান্ত সমস্যার মুখে দেশের মধ্যবিত্ত ও প্রবীণ মানুষেরা। কেন্দ্রীয় সরকারের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধেই এই ধর্মঘট বলে জানানো হয়েছে BEFI এর তরফে।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...
Exit mobile version