Thursday, November 6, 2025

বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি তৃণমূল শিবিরে

Date:

বাঁকুড়ার যে চতুর্ডিহি গ্রামে আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার থেকে তিন কিলোমিটার দূরে সুনুকপাহাড়ি হাটতলায় বুধবার জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি নিচ্ছেন জেলা তৃণমূল নেতৃত্ব। করোনা বিধি মেনে কীভাবে তা করা সম্ভব এ নিয়ে চর্চা শুরু হয়েছে জেলা রাজনীতিতে।

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, দূরত্ব এবং স্বাস্থ্য-বিধি মানার সব প্রস্তুতি তাঁরা নিয়ে রাখছেন। সেই মতো কর্মীদের কাছেও নির্দেশ পাঠানো হয়েছে। বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা জানান, জেলার প্রতিটি বুথ থেকে ৫০ জনকে নেত্রীর জনসভায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য কমপক্ষে ১৬০০টি বড় গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

তৃণমূলের ব্লক ও অঞ্চল নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে,
গাড়িতে ওঠার আগে ও সভাস্থলে নামার সময় প্রত্যেকের হাতে স্যানিটাইজ়ার স্প্রে করতে হবে।
সে জন্য প্রতিটি গাড়িতে পর্যাপ্ত পরিমান স্যানিটাইজ়ার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় আসা প্রত্যেকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
যাঁরা মাস্ক নিয়ে আসতে ভুলে যাবেন, দলের তরফে তাঁদের মাস্ক দেওয়া হবে।

সামনেই বিধানসভা ভোট। তার আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে প্রশাসনিক কর্মসূচির সঙ্গে রাজনৈতিক কাজও থাকছে। তাই মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিধানসভা ভোটের প্রস্তুতি ঝালিয়ে নিতে তৎপরতা শুরু হয়েছে জেলা তৃণমূল।

আরও পড়ুন : শিলিগুড়িতে শুভেন্দুর ছবির সঙ্গে ইনি কে?

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version