ফের বঙ্গে বৃষ্টি, এবার কি নামবে তাপমাত্রা?

ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। নভেম্বরের শুরুর দিকে সামান্য শীত অনুভব হলেও এখন আর তা নেই। এই নভেম্বরেও বঙ্গবাসী আর শীতের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে চড়ছে পারদ। আজ ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি।

হাওয়া অফিস সূত্রে খবর, এবার পশ্চিমী ঝঞ্ঝার ফলে বেশ কিছুটা নামতে পারে পারদ। উত্তরবঙ্গ সিকিম এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।

আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এর মত পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনাএবং শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতার, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরেই নামবে পারদ।

আগামী দু-তিন দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে
বিহার, সিকিম, উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত হয়েছে। আরও একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা বুধবার ঢুকতে পারে জম্মু-কাশ্মীরে।

আরও পড়ুন : বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি তৃণমূল শিবিরে

Previous articleবাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি তৃণমূল শিবিরে
Next articleখেলতে খেলতে দিদির সঙ্গে কত কথা, ইউভানের ছবিতে মজেছেন ‘রাজশ্রী’-র ভক্তরা