Friday, August 22, 2025

১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়াকে। এদিন দুজনকে মুম্বইয়ের কিলা কোর্টে পেশ করা হয়েছিল। সেখানেই এই নির্দেশ দেন বিচারক। টানা ১৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ শনিবার গ্রেফতার করা হয়েছিল ভারতীকে। তাঁদের দুজনের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছে। তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮৬.৫ গ্রাম গাঁজা৷ দু’জনেই গাঁজা সেবন করে বলে স্বীকারও করেছেন৷

আরও পড়ুন : মাদককাণ্ডে গ্রেফতার ভারতী সিংয়ের স্বামী হর্ষ লিম্বাচিয়া

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগের পর থেকেই উঠে আসতে থাকে একের পর এক কলাকুশলীর নাম। জেরা করা হয় বেশ কয়েকজনকে। তাদের মধ্যে রয়েছেন কিছু দিন আগেই জেরা করা হয়েছিল দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং, সারা আলি খানের মত শীর্ষস্তরের কয়েকজন অভিনেত্রী।

কয়েকদিন আগেই ফিরোজ নাদিয়াদওয়ালাকেও সমন পাঠিয়েছিল এনসিবি। এক ড্রাগ-কারবারী এনসিবির হাতে আসার পর থেকেই প্রযোজককে চোখে চোখে রেখেছিলেন গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে ৬ কিলোগ্রাম মারিজুয়ানা ও মেফেড্রোন (MD) উদ্ধার হয়। এই ঘটনায় শাবানা-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে এনসিবি। NDPC অ্যাক্টে শাবানাকে নোটিশ পাঠানো হয়। তাঁর জবানবন্দি নিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন : জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং

দিন কয়েক আগেই, মাদকযোগে বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। পাশাপাশি অভিনেতার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থাটি। সেই তালিকায় নতুন সংযোজন ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সূত্রের খবর, ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ ছিলই। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ভারতী এবং তাঁর স্বামীকে এনসিবির দফতরে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই ভারতী সিং-কে গ্রেফতার করা হয়৷

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version