Sunday, August 24, 2025

আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে রেলকে চিঠি রাজ্যের

Date:

জেলাগুলিতেও ট্রেন চলাচল স্বাভাবিক করতে হবে বলে গত কয়েক দিনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েক হাজার মানুষ। এবার শহরতলির পর জেলাতেও লোকাল ট্রেন চালুর উদ্যোগ। আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে রেলকে চিঠি দিলেন রাজ্যের পরিবহন সচিব। পরিবহন সচিব রাজেশ সিনহা পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার উৎপল কুমার বলকে দিলেন আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চেয়ে চিঠি।

এই চিঠিতে উল্লেখ করা হয়েছে,গত ১১ নভেম্বর থেকে রাজ্যে লোকাল ট্রেন চলছে শহরতলির জন্য। অন্যান্য জেলা তথা আন্তঃজেলার বেশ কিছু পরিষেবা যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মত জেলাগুলিতে এই পরিষেবা চলছে। রাজ্যে যে SOP চালু করা হয়েছিল লোকাল চালু করার জন্য সেই SOP-কেই মান্যতা দিয়ে সেখানকার ট্রেন চালু করা হোক। এরই সঙ্গে সাধারণ মানুষের যে দাবি ছিল তার কথা উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।

পাশাপাশি রেলের থেকে জানতে চাওয়া হয়েছে, তারা এই কাজটা কত দিনের মধ্যে করতে চাইছেন? কীভাবে রেল পরিষেবা চালু করা যাবে ? সেক্ষেত্রে রাজ্যের কী কী সাহায্যের দরকার হবে ? এই সংক্রান্ত উত্তর চাওয়া হয়েছে এই চিঠিতে।

রাজ্যের তরফ থেকে চাওয়া হয়েছে একটি সম্ভাব্য দিন। যেদিন থেকে রেল পরিষেবা চালু করা যাবে। রাজ্যের অনুরোধ মেনে যদি রেল চালু করা হয় তাহলে বলা যেতেই পারে দূরপাল্লার রেল পরিষেবা সম্পূর্ণ রেলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সেগুলি বাদ দিলে রাজ্যের মধ্যে যেগুলো পরিষেবাগুলি হয় তার সম্পূর্ণটাই চালু হয়ে যাবে।

রেল সূত্রে খবর, রাজ্যের চিঠি পাওয়ার পরে তারা নিজেদের মধ্যে আলোচনায় বসবে। আগামী সপ্তাহে। এবং আগামী সপ্তাহে বৈঠকের ভিত্তিতে দিন ঘোষণাও হয়ে যেতে পারে। অর্থাৎ কবে থেকে আন্তঃজেলা রেল পরিষেবা চালু করতে চায় রেল।

আরও পড়ুন- তাহলে রাজনীতিতে? সম্ভাবনা উড়িয়ে দিলেন না সৌরভ!

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version