ফের মুখ পুড়ল নারকোটিক কন্ট্রোল ব্যুরোর। নিষিদ্ধ মাদক যোগের অভিযোগে বলিউডের প্রভাবশালী মহলে তদন্ত চালানো এনসিবি গত শনিবার গ্রেফতার করে জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংকে। পরদিন গ্রেফতার করা হয় সঞ্চালক ও চিত্রনাট্যকার ভারতীর স্বামী হর্ষ লিম্বাছিয়াকেও। এনসিবির অভিযোগ ছিল, দুজনের বাড়ি থেকে সামান্য পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে এবং জেরায় তাঁরা গাঁজা ব্যবহারের কথা স্বীকার করেছেন। আদালত এরপর ধৃতদের এনসিবি হেফাজতের পরিবর্তে জেল হেফাজতে পাঠায়। কয়েক ঘণ্টার মধ্যে সোমবার মুম্বইয়ের বিশেষ আদালত ভারতী ও হর্ষ দুজনেরই জামিন মঞ্জুর করেছে। ১৫ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি নারকোটিক কন্ট্রোল ব্যুরো।
