Wednesday, November 12, 2025

স্ত্রীর নির্যাতন-হয়রানি থেকে রক্ষা পেতে স্বামীর মানববন্ধন

Date:

স্ত্রীর বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা অভিযোগে হয়রানি ও গয়না, টাকা-পয়সা আত্মসাতের অভিযোগ। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের জয়পুর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী স্বামী। তাঁর সঙ্গে যোগ দেন বেশ কয়েকজন গ্রামবাসীও। প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন ভুক্তভোগী স্বামী।

আরও পড়ুন : বাংলাদেশের ট্রেনে লাগছে বায়ো-টয়লেট, বাঁচবে অর্থ-পরিবেশ

আফজলের অভিযোগ, গত ১ জুন কয়েকজন দুষ্কৃতী নিয়ে বাড়িতে ঢুকে সমস্ত টাকা পয়সা, সোনার গয়না, সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় মিনা। তবে এতেই থেমে থাকেননি তাঁর স্ত্রী। ভুয়ো তালাকনামা পাঠিয়ে আফজালের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আফজলের তরফে গত ২৬ জুন পাল্টা একটি মামলা দায়ের করা হয় লোহাগড়া থানায়, যেটি আপাতত আদালতে বিচারাধীন। কিন্তু অভিযোগ, সেই মামলা দায়েরের পর থেকেই মিনা ও তাঁর পরিবারের তরফে তাঁকে ও তাঁর মেয়েকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।

আফজালের কথায়, ‘সংসারে থাকাকালীন মিনা বেগম আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এখন তাঁর হুমকিতে তৃতীয় শ্রেণিতে পড়া মেয়েকে নিয়ে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি ওই নারীর ষড়যন্ত্র থেকে মুক্তি চাই।’ আফজালের মেয়ে বলে, ‘আমার মা মিথ্যা কথা বলে সোনাদানা, টাকা নিয়ে চলে গেছে। আব্বার নামে মিথ্যা অভিযোগ করেছে।’

এদিনের মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল, প্রভাষ মো. তজিবর রহমান, শাহরিয়ার মারুফ, আলী সিকদার, সাবেক ইউপি সদস্য মো. টুকু সিকদার প্রমুখ।

আরও পড়ুন : ফেসবুক ডটকম ডট বিডি’র দাম ৫১ কোটি টাকা, মামলা বাংলাদেশের আদালতে

প্রসঙ্গত, ২০০৮ সালে লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের আবদুর রশিদের ছেলে আফজল হোসেনের (৪৬) সঙ্গে নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের আয়ুব মোল্যার মেয়ে মিনার (৩৬) বিয়ে হয়। এর আগেও মিনার দুটি বিয়ে হয়েছিল। যদিও অভিযোগের বিষয়ে জানতে মিনা বেগমের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version