Tuesday, November 4, 2025

শাহ-শ্রীনিবাসনের অঙ্গুলিহেলনেই চলছে ভারতীয় ক্রিকেট, বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র গুহর

Date:

শ্রীনিবাসন আর অমিত শাহ ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনা করছেন। বর্তমানে ভারতীয় ক্রিকেটে স্বজনপোষণ চলছে। রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটররা ঠিক সময়ে পারিশ্রমিক পাচ্ছেন না। নতুন বই ‘দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট: আ লাইফলং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মোস্ট সাটল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু হিউম্যানকাইন্ড’–তে লিখলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করেছেন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস–এর প্রাক্তন সদস্য।
বিসিসিআই–এর প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনতে ২০১৭ সালের জানুয়ারিতে চার সদস্যের প্রশাসক কমিটি গঠন করে শীর্ষ আদালত। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন রামচন্দ্র। তবে পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌এখন ভারতীয় ক্রিকেট পরিচালনা করছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বোর্ডগুলি পরিচালনা করছেন কারওর মেয়ে বা কারওর ছেলে। বোর্ডে ষড়যন্ত্র ও স্বজনপোষণ চলছে। রঞ্জি ট্রফির খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে অনেক দেরি হচ্ছে। বোর্ডে যে সংস্কার হবে বলে আশা করা হয়েছিল, সেটা হয়নি।’
সৌরভকে আক্রমণ করে রামচন্দ্র বলেছেন, ‘সৌরভ বোর্ডের প্রধান হয়েও ক্রিকেট ফ্যান্টাসি গেমের প্রচার করছেন। ভারতীয় ক্রিকেটারদের অর্থের লোভ সাংঘাতিক। বইয়ে লেখা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল, বিষেণ সিংহ বেদী বলেছিলেন, তিনি আফগানিস্তানের ক্রিকেটারদের কোচিং করানোর জন্য কাবুলে যেতেও তৈরি। ক্রিকেটের জন্য যে কোনও জায়গায় যেতে পারেন। কিন্তু অর্থের জন্য কোথাও যাবেন না।

Related articles

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...
Exit mobile version