Thursday, August 21, 2025

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। ওই সিনেমার নায়িকা সঞ্জনা সাঙ্ঘি অর্থাৎ ‘কিজি বসু’ এবার নতুন নায়কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। ‘আশিকি ২’-এর ‘রাহুল জয়কর’-এর সঙ্গে। ছবির নাম ‘ওম-দ্য় ব্য়াটল উইদিন’ এ এবার আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সঞ্জনা সাঙ্ঘিকে। ছবির পরিচালক কপিল বর্মা। ছবির প্রযোজনার দায়িত্বে জি স্টুডিও আহমেদ খান ও শাহরিরা খান।

নিজের দ্বিতীয় ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত সঞ্জনা সাঙ্ঘি। তিনি বলেন, “কয়েক মাস ধরে অনেক গল্প শুনেছি। স্ক্রিপ্টও পড়েছি, তাতে আমার মনে হয়েছে এই ছবির মাধ্য়মে নতুন চ্য়ালেঞ্জ নিতে পারব। নতুন ছবি নিয়ে আমি খুব এক্সাইটেড।” ছবিতে রয়েছে বেশ কিছু অ্য়াকশন সিনও। তাই নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করছেন প্রত্যেকদিন। এছাড়াও ট্রেনিং নিচ্ছেন বলেও জানান তিনি।

ছবির প্রযোজক আহমেদ খান জানান, দেশের পাশাপাশি বিদেশেও শুটিং হয়েছে। সঞ্জনাকে একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে এই ছবিতে, জানিয়েছেন পরিচালক। এর আগে আদিত্য় রায় কাপুরের ছবি রিলিজ করেছে ওটিটি প্ল্য়াটফর্মে। শেষ ছবি লুডো। এই নতুন জুটি নিয়ে আগ্রহ জন্মেছে দর্শকদের মনেও। জানা গিয়েছে, ডিসেম্বরে এই ছবির শুটিং শুরু হতে চলেছে। আগামী মার্চে ‘ওম দ্য়-ব্য়াটল উইদিন’-এর শুটিং শেষ হবে। ছবিটি রিলিজ করবে ২০২১-এ।

আরও পড়ুন-ফাইজার, মোডার্নার পর অক্সফোর্ডের ভ্যাকসিনও ৯০% কার্যকরী হতে পারে, দাবি বিশেষজ্ঞদের

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version