Tuesday, November 4, 2025

টলিপাড়ায় বিয়ের হিড়িক, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আরও এক অভিনেতা জুটি

Date:

রিল লাইফের মত এবার রিয়েল লাইফেও গাঁটছড়া বাঁধতে চলেছে ‘খড়কুটো’র গুনগুন ওরফে তৃণা সাহা। পাত্র কৃষ্ণকলির নিখিল অর্থাৎ বাংলা টেলিভিশনের হার্টথ্রব নীল ভট্টাচার্য। দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন : মাদককাণ্ডে ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে ভারতী ও হর্ষ

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীল ও তৃণা জানিয়েছেন, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হচ্ছে। শহরের সিটি ক্লাবে বসবে জমকালো বিয়ের আসর। আর খানাপিনা? তারও আয়োজন নাকি এলাহি। তবে বিয়ে ৪ তারিখে হলেও রিসেপশনের জন্য কিন্তু প্রেমদিবস উদযাপনের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে-কেই বেছে নিয়েছেন তাঁরা। ১৪ ফেব্রুয়ারিতে হচ্ছে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। মধুচন্দ্রিমার জন্য গ্রিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে তারকা যুগলের।

প্রায় এক দশকের প্রেম নীল ও তৃণার। সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে গিয়ে দুই তারকা জানান, ২০১১ সালে MBA পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় CAT ক্লাসে তাঁদের দেখা হয়েছিল। নীল জানিয়েছেন, উজ্জ্বল হলুদ রঙের পোশাকে তৃণাকে দেখেই ভাল লেগে গিয়েছিল তাঁর। সেই বছরেই ডেটে গিয়েছিলেন দুজনে। ২০১১ সালের শেষের দিকে পড়াশোনার জন্য দিল্লিতে চলে যান তৃণা। তবে ওই যে বলে না, ভাগ্যে থাকলে কেউ আটকাতে পারে না। ২০১৫ সালে তৃণার ফেরার পর আবার বন্ধুত্ব শুরু হয়।

আরও পড়ুন : বিয়ে করতে চলেছেন টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলর, পাত্রী কে জানেন?

চড়াই-উতরাই কম আসেনি এই সম্পর্কে। দুই ভাগে বিভক্ত তাঁদের প্রেম কাহিনি। তবে ভাগ্যের খেল বোধহয় একেই বলে। কলকাতায় ফেরার পর ২০১৬ সালের ৮ জুন, নীলের জন্মদিনের দিন, তৃণা বুঝতে পারেন নীল তাঁর কাছে বন্ধুর চেয়েও বেশি। তখনই প্রপোজ করেন। কিন্তু তখন নীল কিছু বলেননি। ঠিক একবছর পর ২০১৭ সালের ২১ জুন, তৃণার জন্মদিনে বন্ধুদের সামনে তৃণাকে প্রপোজ করেন নীল।

টলিগঞ্জে যেন বিয়ের হিড়িক লেগেছে। শুক্রবার সামনে এসেছে অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের খবর। আগামী বৃহস্পতিবারই বহুদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করছেন বাংলা সিনেমার হার্টথ্রব। আবার আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নীল ভট্টাচার্য। পরপর এমন খবরে মন ভেঙেছে মহিলা ভক্তদের।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version