Thursday, August 21, 2025

টলিপাড়ায় বিয়ের হিড়িক, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আরও এক অভিনেতা জুটি

Date:

রিল লাইফের মত এবার রিয়েল লাইফেও গাঁটছড়া বাঁধতে চলেছে ‘খড়কুটো’র গুনগুন ওরফে তৃণা সাহা। পাত্র কৃষ্ণকলির নিখিল অর্থাৎ বাংলা টেলিভিশনের হার্টথ্রব নীল ভট্টাচার্য। দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন : মাদককাণ্ডে ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে ভারতী ও হর্ষ

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীল ও তৃণা জানিয়েছেন, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হচ্ছে। শহরের সিটি ক্লাবে বসবে জমকালো বিয়ের আসর। আর খানাপিনা? তারও আয়োজন নাকি এলাহি। তবে বিয়ে ৪ তারিখে হলেও রিসেপশনের জন্য কিন্তু প্রেমদিবস উদযাপনের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে-কেই বেছে নিয়েছেন তাঁরা। ১৪ ফেব্রুয়ারিতে হচ্ছে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। মধুচন্দ্রিমার জন্য গ্রিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে তারকা যুগলের।

প্রায় এক দশকের প্রেম নীল ও তৃণার। সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে গিয়ে দুই তারকা জানান, ২০১১ সালে MBA পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় CAT ক্লাসে তাঁদের দেখা হয়েছিল। নীল জানিয়েছেন, উজ্জ্বল হলুদ রঙের পোশাকে তৃণাকে দেখেই ভাল লেগে গিয়েছিল তাঁর। সেই বছরেই ডেটে গিয়েছিলেন দুজনে। ২০১১ সালের শেষের দিকে পড়াশোনার জন্য দিল্লিতে চলে যান তৃণা। তবে ওই যে বলে না, ভাগ্যে থাকলে কেউ আটকাতে পারে না। ২০১৫ সালে তৃণার ফেরার পর আবার বন্ধুত্ব শুরু হয়।

আরও পড়ুন : বিয়ে করতে চলেছেন টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলর, পাত্রী কে জানেন?

চড়াই-উতরাই কম আসেনি এই সম্পর্কে। দুই ভাগে বিভক্ত তাঁদের প্রেম কাহিনি। তবে ভাগ্যের খেল বোধহয় একেই বলে। কলকাতায় ফেরার পর ২০১৬ সালের ৮ জুন, নীলের জন্মদিনের দিন, তৃণা বুঝতে পারেন নীল তাঁর কাছে বন্ধুর চেয়েও বেশি। তখনই প্রপোজ করেন। কিন্তু তখন নীল কিছু বলেননি। ঠিক একবছর পর ২০১৭ সালের ২১ জুন, তৃণার জন্মদিনে বন্ধুদের সামনে তৃণাকে প্রপোজ করেন নীল।

টলিগঞ্জে যেন বিয়ের হিড়িক লেগেছে। শুক্রবার সামনে এসেছে অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের খবর। আগামী বৃহস্পতিবারই বহুদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করছেন বাংলা সিনেমার হার্টথ্রব। আবার আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নীল ভট্টাচার্য। পরপর এমন খবরে মন ভেঙেছে মহিলা ভক্তদের।

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version