অনুব্রত-গড়ে ভাঙন, তৃণমূল ছাড়ার ঘোষণা আব্বাসের

অনুব্রত মণ্ডলের গড়ে শাসকদলে ভাঙন। দল ছাড়লেন ১৫ বছরের কাউন্সিলার তথা বর্তমান কোঅর্ডিনেটর আব্বাস হোসেন। তাঁর অভিযোগ, রামপুরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রামপুরহাটের প্রশাসক অশ্বিনী তেওয়ারির বিরুদ্ধে৷ আব্বাস জানান, নিজের ইচ্ছামতো কাজ করছেন প্রশাসক। দলে যোগ্যদের সম্মান দেওয়া হচ্ছে না। তৃণমূল স্তরের কর্মীরাও সম্মান পাচ্ছেন না বলে অভিযোগ কোঅর্ডিনেটরের। বারবার উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ করে দলত্যাগের সিদ্ধান্ত নেন আব্বাস হোসেন।

বেশ কিছুদিন ধরেই রামপুরহাটে তিনি দলের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। মঙ্গলবার দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। সিদ্ধান্তের কথা রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্র‍ত মণ্ডলকে জানিয়েছেন আব্বাস। তবে তিনি অন্য কোন দলে যোগদান করবেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট করেননি।

আরও পড়ুন- ডিসেম্বরে যুব মোর্চার ডাকে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

Previous articleডিসেম্বরে যুব মোর্চার ডাকে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী
Next articleসামাজিক কাজে বিশ্বে রেকর্ড করেছে বাংলা, তবু কেউ কেউ রাজনীতি করছে: মমতা