Friday, November 14, 2025

শ্বেত পাথরের মূর্তি, ৬৫০ পদের ভোগ! চন্দননগরকে চ্যালেঞ্জ জানাচ্ছে কলকাতা উপকণ্ঠের জগদ্ধাত্রীপুজো

Date:

উৎসবের মরশুমে দুর্গাপূজার-কালীপুজোর পরই আসে জগদ্ধাত্রী পুজো। তবে জগদ্ধাত্রী আরাধনায় জগৎ বিখ্যাত চন্দনগরের বা কৃষ্ণনগর। জগদ্ধাত্রী মানেই মানুষের মুখে মুখে চলে আসে দুই নগরের মাহাত্ম্য। এবার করোনা মহামারী আবহতেও মুখেমুখে চন্দননগর বা কৃষ্ণনগর।

কিন্তু আপনি কি জানেন, এই দুই নগরকে চ্যালেঞ্জ জানাচ্ছে কলকাতার উপকণ্ঠে এক জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈকন্ঠপুর এলাকার জগদ্ধাত্রী আরাধনা দেখার মত।

এখানে মায়ের পুজোয় থাকে অন্নকূট, বহু পুরানো এবং ঐতিহ্যবাহী এই ক্লাবের পুজো। এই মোহময়ী মায়ের মূর্তি আসে সুদূর রাজস্থান থেকে। যেখানে সাড়ে ৮ ফুটের মাতৃরূপকে একটি গোটা শ্বেত পাথর খোদাই করে এই মূর্তি তৈরি করা হয়েছে। আজ থেকে ৫২ বছর আগে এই পূজা শুরু হয়। বৈকন্ঠপুর সাধারণ সম্মিলনির পরিচালনায় এবং এলাকার মানুষের সহায়তায় এই পুজো সম্পন্ন হয়ে আসছে বছরের পর বছর ধরে।

এখানকার পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, মা জগদ্ধাত্রীকে
দেওয়া হয় ৬৫০টি পদের ভোগ, যা অন্নকূট নামে বিশেষ পরিচিত। মায়ের এই অন্নকূট দেখতে দূর-দুরান্ত থেকে মানুষ আসেন এই বৈকন্ঠপুর পুজো মন্ডপে।

এই অন্নকূটে মা-কে দেওয়া হয়–

(১) ১৩৫ রকমের মিষ্টি
(২) ১৫৭ রকমের বিভিন্ন পদের রান্না
(৩) ১১৭ রকমের বিভিন্ন কস্মেটিক
(৪) ৪৮ রকমের সব্জী
(৫) ৩৩ রকমের ফল
(৬) বিভিন্ন রকমের স্ন্যক্স, যেমন- ১৮০ রকমের চিপস, বাদাম ও অনান্য খাদ্য।
(৭) বেনারসি সমেত ১২০ টি শাড়ি, যা দান করে দেওয়া হবে। (৮) ১৫ রকমের আচার
(৯) ১০ রকমের চাটনি
(১০) ১৭ রকমের শাক ভাজা।

আরও পড়ুন-কৃষ্ণনগরের পুজোতেও সতর্ক পুলিশ কমিশনারেট

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version